এএফসি কাপ খেলতে মলদ্বীপ পৌঁছে গেল এটিকে মোহনবাগান। ছবি - এটিকে মোহনবাগান
এএফসি কাপ খেলতে মলদ্বীপ পৌঁছে গেল এটিকে মোহনবাগান। শনিবার তারা মলদ্বীপ পৌঁছেছে। মোট ২১ জন ফুটবলারকে নিয়ে গিয়েছে সবুজ-মেরুন দল।
মোহনবাগানের এএফসি কাপের দলে রয়েছেন, অরিন্দম ভট্টাচার্য, অমরেন্দ্র সিংহ, প্রীতম কোটাল, লেনি রডরিগেজ, শুভাশিস বসু, অভিলাষ পাল, আশুতোষ মেহতা, লিস্টন কোলাসো, মনবীর সিংহ, দীপক টাংরি, সুমিত রাঠি, শেখ সাহিল, বিদ্যানন্দ সিংহ, অভিষেক ধনঞ্জয় সূর্যবংশী, কিয়ান গিরি, এংসন নিনগোমবাম, রিকি শাবং, রয় কৃষ্ণ, কার্ল ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামস, হুগো বুমোস।
এএফসি কাপে ‘ডি’ গ্রুপে মোহনবাগানের সঙ্গে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এবং প্লে-অফ ম্যাচে বিজয়ী দল।
এটিকে-মোহনবাগানের প্রথম ম্যাচ ১৮ অগস্ট। প্রতিপক্ষ প্লে-অফে জয়ী দল। এই প্লে-অফ ম্যাচে মুখোমুখি সুনীল ছেত্রির বেঙ্গালুরু এফসি এবং মলদ্বীপের ইগলস। ২১ অগস্ট দ্বিতীয় ম্যাচে কৃষ্ণেরা খেলবেন মাজিয়ার বিরুদ্ধে। ২৪ অগস্ট গ্রুপের শেষ ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস।