ATK Mohun Bagan

চোখে বিপক্ষের পা, মারাত্মক চোট পেলেন মোহন গোলরক্ষক অরিন্দম

মোর্তাজা ফলের পা গিয়ে লাগে এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যর বাঁ চোখে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ২২:০২
Share:

চোখে চোট পেয়েছেন অরিন্দম। ছবি- ফেসবুক।

চোখে মারাত্মক চোট পেলেন অরিন্দম ভট্টাচার্য। সোমবার হাই ভোল্টেজ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রথমার্ধের শেষদিকে মোর্তাজা ফলের পা গিয়ে লাগে এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যর বাঁ চোখে। সেই চোট নিয়েই গোটা ম্যাচখেলেন তিনি। ৬৯ মিনিটে ওগবেচের শট অরিন্দমকে বোকা বানিয়ে গোলে ঢুকলেও বাকি সময় দারুণ খেলেছেন অরিন্দম।

Advertisement

মঙ্গলবার হোটেলের ঘরে বাঁ চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায় তাঁকে। এ নিয়ে প্রশ্ন করা হলে আনন্দবাজার ডিজিটালকেতিনি বলেন, ‘‘প্রথমার্ধের শেষ দিকে একটা বল ধরতে গিয়ে ফলের পা আমার চোখে লাগে। চোখ লাল হয়ে যায়, জল পড়তেথাকে। বুধবার বুঝতে পারব ঠিক কী হয়েছে।’’

লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। হাতে আরও পাঁচদিন সময় আছে তাইপরের ম্যাচ খেলতে সমস্যা হবে না বলেই মনে করেন সবুজ মেরুন গোলরক্ষক।

Advertisement

আরও পড়ুন:ম্যাচের দিন সোশ্যাল মিডিয়া, পরিবার থেকে দূরে থাকি: দেবজিৎ

আরও পড়ুন: নতুন ভাবে শুরু করার লক্ষ্যে ঝাঁপাচ্ছেন সুনীলরা​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement