ATK Mohunbagan

জিতেও আক্রমণভাগ নিয়ে চিন্তায় হাবাস

গোল পাওয়ার ক্ষেত্রে বারবার সমস্যায় পড়তে হচ্ছে এটিকে মোহনবাগানকে। তা নিয়ে চিন্তিত আন্তনিয়ো লোপেজ হাবাসও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ২০:২২
Share:

জিতেও চিন্তায় হাবাস। ছবি টুইটার

চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে ডেভিড উইলিয়ামসের শেষ মুহূর্তের গোলে জয় পায় এটিকে মোহনবাগান। তবে, গোল পাওয়ার ক্ষেত্রে বারবার সমস্যায় পড়তে হচ্ছে এটিকে মোহনবাগানকে। তা নিয়ে চিন্তিত আন্তনিয়ো লোপেজ হাবাসও। ম্যাচের পর তিনি বলেন, “আমরা আক্রমণভাগ নিয়ে কিছুটা চিন্তায় আছি। তবে, ফুটবলে গোল আর তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গোলটা দারুণ পরিকল্পনার ফসল।’’

Advertisement

ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে বল ঢোকাতে বারবার সমস্যায় পড়ছে এটিকে মোহনবাগান। এর জন্য সূচির দিকেই আঙ্গুল তুলেছেন হাবাস। তিনি বলেন, “পরপর ম্যাচ থাকায় অনুশীলন করার সময় পাওয়া যাচ্ছে না। ফলে সমস্যা হচ্ছে। তবে, আক্রমণভাগে আরও উন্নতি প্রয়োজন।”

এটিকে মোহনবাগানের গোল মেশিন রয় কৃষ্ণ ফর্মে নেই। তবে তাঁর পাশেই দাঁড়ালেন হাবাস। তিনি বলেন, ‘‘ফুটবলাররা মানুষ। তাই সবসময় একইভাবে পারফর্ম করা সম্ভব হয় না। আমরা জয় পেয়েছি। এটাই বড় কথা। আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগচ্ছি।’’

Advertisement

সুপার সাব হিসেবে নেমে গোল পেয়েছেন ডেভিড উইলিয়ামস। তবে আগের মরসুমের মতো জ্বলে উঠতে পারছেন না কৃষ্ণ–উইলিয়ামস জুটি। হাবাস বলেন, ‘‘এই ম্যাচে জাভিকে খেলানো খুব দরকার ছিল। তাই শুরু থেকে উইলিয়ামসকে খেলাতে পারিনি। দলে রোটেশনও খুব গুরুত্বপূর্ণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement