Pooja Rani Bohra

মেরি কম না পারলেও এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনা এনে দিলেন পূজা রানি

পূজা সোনা জেতায় কিছুটা উচ্ছ্বাস ভারতীয় বক্সিংয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মে ২০২১ ২৩:২৪
Share:

৭৫ কিলোগ্রাম বিভাগে সোনা পেলেন পূজা রানি। ছবি: টুইটার থেকে

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন পূজা রানি। মেয়েদের ৭৫ কিলোগ্রাম বিভাগে সোনা পেলেন তিনি। ফাইনালে মেরি কম হেরে গেলেও পূজা সোনা জেতায় কিছুটা উচ্ছ্বাস ভারতীয় বক্সিংয়ে।

Advertisement

রবিবার দুবাইয়ে উজবেকিস্তানের মভলুদা মভলোনোভাকে হারিয়ে সোনা জিতলেন পূজা। রবিবারেই ৫১ কিলোগ্রাম বিভাগে ফাইনাল ছিল মেরি কমের। কাজাখস্তানের নাজিম কাজাইবের কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। ২-৩ ব্যবধানে হেরে যান মেরি কম।

ফাইনালে অপ্রতিরোধ্য ছিলেন পূজা। ৫-০ ফলে ম্যাচ জিতে নেন তিনি। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। এই বিভাগে গত বারও সোনা জিতেছিলেন তিনি। ৮১ কিলোগ্রাম বিভাগে রুপো জিতেছেন ভারতের অনুপমা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement