মুথাইয়া মুরলীধরণ: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে মরলীর দখলেই। ১৩৩টি টেস্টে ৬৭ বার পাঁচ উইকেট নিয়েছেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি। ছবি: এএফপি।
শেন ওয়ার্ন: মুরলীর ঠিক পরেই ১৪৫ ম্যাচে ৩৭ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন শেন ওয়ার্ন। ছবি: এএফপি।
রিচার্ড হ্যাডলি: ৮৬ ম্যাচে ৩৬ বার পাঁচ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন এই কিউই কিংবদন্তি। ছবি: সংগৃহীত।
অনিল কুম্বলে: ভারতীয়দের মধ্যে প্রথম পাঁচে এক মাত্র জায়গা করে নিয়েছেন অনিল কুম্বলে। ১৩২টি ম্যাচে মোট ৩৫ বার পাঁচ উইকেট নিয়েছেন কিংবদন্তি এই লেগ স্পিনার। ছবি: এএফপি।
রঙ্গনা হেরাথ: সর্বাধিকবার পাঁচ উইকেট সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে আছেন হেরাথ। ৮৩টি টেস্টে ৩১ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ছবি: এএফপি।
গ্লেন ম্যাকগ্রা: ১২৪টি টেস্ট ২৯ বার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ফাস্ট বোলার। ছবি: এএফপি।
ইয়ান বোথাম: ১০২ ম্যাচে ২৭ বার পাঁচ উইকেট নিয়েছেন নাইট উপাধিতে ভূষিত প্রাক্তন ব্রিটিশ অলরাউন্ডার বোথাম। ছবি: এএফপি।
রবিচন্দ্রন অশ্বিন: মাত্র ৫১টি টেস্টে খেলেই পাঁচ উইকেট শিকারিদের তালিকার চলে এলেন রবিচন্দ্রন অশ্বিন। সেরার তালিকায় অষ্টম স্থানে আছেন ভারতীয় এই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।