আশিস নেহরা। ছবি: সংগৃহীত।
জাতীয় দলে ফিরেছেন। ফিরে সাফল্যও পেয়েছেন। অভিজ্ঞ পেসার আশিস নেহরার এ বার লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী জুনে ইংল্যান্ডে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর সেই ভারতীয় দলে নিজেকে দেখতে চান নেহরা। ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে শেষ খেলেছেন ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ। তাও পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু আত্মবিশ্বাসী নেহরা মনে করেন, তাঁর অভিজ্ঞতাই তাঁর জন্য যে কোনও ফর্ম্যাটে খেলার দরজা খুলে দিতে পারে। পেস বোলিং ডিপার্টমেন্টে তিনিই সেরা পছন্দ। নেহরা বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পেলে দারুণ লাগবে। দল যখন ইংল্যান্ডে খেলতে যাবে তখন দলের সঙ্গে কম করে চারজন ফাস্টবোলারকে নিয়ে যেতে হবে। দু’জন স্পিনার। আমি জানি আমি যে কোনও জায়গায় বল করতে পারি। শুরুতে, মাঝে বা ডেথ ওভারে। নতুনদের সঙ্গে নিজের অভিজ্ঞতাও ভাগাভাগি করে নিতে পারি।’’
আরও খবর: কুঁড়েঘর থেকে কোটি টাকার বাড়ি, আইপিএল বদলে দিয়েছে জীবন
এই মুহূর্তে জাতীয় দলে ফিরলেও তাঁর জায়গা হয়েছে টি২০ স্কোয়াডে। নিজের ফিটনেস দেখে নিতে আসন্ন বিজয় হাজারে ট্রফিতেও খেলতে নামছেন তিনি। ডোমেস্টিক ৫০ ওভারের ম্যাচ থেকেই নিজেকে জাতীয় ওয়ান ডে দলে ফেরানোর রাস্তা তৈরি করতে চান নেহরা। দিল্লি ছ’টি ম্যাচ খেলবে তার মধ্যে কম করে তিনটি ম্যাচে খেলতেই চান তিনি। বলেন, ‘‘আমি কম করে তিনটি ম্যাচে খেলে নিজের ম্যাচ ফিটনেস দেখে নিতে চাই। ৫০ ওভারের ম্যাচে অন্য চ্যালেঞ্জ থাকে। আর বিজয় হাজারে নিজের পরীক্ষার জন্য সেরা মঞ্চ।’’ নিজের খেলা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী নেহরা। তাই হয়তো স্পষ্ট করেই বুঝিয়ে দিচ্ছেন ভারতীয় দলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কতটা গুরুত্বপূর্ণ। ‘‘টি২০র জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি নেটে আট ঘণ্টা বল করতাম। এটা ফিটনেসের জন্য নয়, এটা ৫০ ওভারের ম্যাচ খেলার অনুভূতির জন্য। যখন এই ম্যাচগুলো খেলব তখন নিজেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত করব।’’