মোহালি গ্যালারির বিরাট আওয়াজটা টিভিতেও শোনা যাচ্ছিল। কো-হা-লি কো-হা-লি! যে আওয়াজটা কিছু দিন আগেও ভারতের বড় ম্যাচে অন্য ছিল— স্যা-চি-ন।
সত্যি, ক্রিকেট অনুরাগীদের সচিন তেন্ডুলকর নামটা পর্যন্ত ভুলিয়ে দিচ্ছে বিরাট কোহালি!
কোনও সন্দেহ নেই, বিরাট যে ভাবে একের পর এক ম্যাচে উইনিং ইনিংস খেলছে, সচিন পর্যন্ত পারেনি। ভারতের নীল জার্সিতে এত ম্যাচ জেতানো ইনিংস সচিনের কেরিয়ারেও নেই।
আর রান তাড়া করে জেতানো? এ ব্যাপারে তো চোখ বুঁজে কোহালিকে সর্বকালের সেরা ব্যাটসম্যান বলতে হবে। সীমিত ফর্ম্যাটের ক্রিকেটে দুর্দান্ত রান চেজার হিসেবে মাইকেল বিভান, আমাদের এমএস ধোনির নাম আসবে। কিন্তু বিরাটকে সেখানে দুর্দান্ত তো কোন ছার, অসাধারণ বললেও সবটা বলা হয় না। একমাত্র জুতসই বিশেষণ হতে পারে— অবিশ্বাস্য।
কপিল দেবের তিরাশির বিশ্বকাপে সেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ নটআউট। সচিনের সেই শারজায় মরু-ঝড়। সব কিছুকে মাথায় রেখেও বলব, রবিবার মোহালিতে কোহালির বিশ্ব টি-টোয়েন্টির কার্যত কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েটের বিরুদ্ধে ৫১ বলে ৮২ নটআউট সীমিত ফর্ম্যাটের ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংস। বিশেষ করে রান তাড়া করতে নেমে।
ভাবুন, ১৬১-র টার্গেটের সামনেও ভারতীয় ইনিংসের কী অবস্থা ছিল। শেষ ১৮ বলে ৩৯ রান চাই জিততে। সেখানে ফকনারের মতো ডেথে চমকপ্রদ স্লোয়ার দিতে ওস্তাদ, আইপিএল খেলে খেলে ভারতীয় পিচকে নিজের হাতের তালুর মতো চিনে ফেলা মিডিয়াম পেসারকে পরপর তিন বলে দু’টো বাউন্ডারি, একটা ছক্কা। ওভারে সব মিলিয়ে ১৯ রান। এর পরেও কোহালির কেরিয়ারের এটা নয়তো কোনটাকে সেরা ইনিংস বলব?
সবচেয়ে বড় কথা, যে স্লো সারফেসে, থেমে-থেমে বল আসা পিচে দু’দলের বাকি কোনও ব্যাটসম্যানই শটের টাইমিং করতে পারছিল না, সেখানে কোহালির ইনিংসটা কোহিনুর। কোহালির ব্যাটিং দেখতে দেখতে মনে হচ্ছিল যেন একটা আদর্শ ব্যাটিং উইকেটে খেলছে। যে পিচে বোলারদের কিচ্ছু করার নেই। কোনও ডেলিভারি গোলমেলে হবে না! তবে যে ছেলেটা ইডেনের ওই র্যাঙ্ক টার্নারে বিশ্বকাপে পাকিস্তানের মতো মেগা ম্যাচে অনায়াসে ব্যাট করে ভারতকে জিতিয়েছে, তার কাছে মোহালি উইকেট আর কী জুজু হবে?
কোহালির অবিশ্বাস্য ব্যাটিংয়ের রহস্য কী?
আমার মতে খুব সহজ-সরল। ক্রিজে যাও। জলদি পিচের চরিত্র ধরে ফেলো। পারলে ডাগ আউটে বসেই সেটার চেষ্টা করো। বাইশ গজে থাকার সময় ম্যাচের সেই মুহূর্তের চাপটার গন্ধ আগাম নাও। কিন্তু গায়ে মেখো না। আর সেই মতো ইনিংসের গিয়ার পাল্টাও।
এই বিরাট গুণগুলোই কোহালিকে বাকি বিশ্বের ব্যাটসম্যানদের চেয়ে আলাদা জাত হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর তার সঙ্গে তো ওর অসাধারণ ব্যাটিং টেকনিক, স্কিল, উদ্ভাবনী ক্ষমতা আছেই।
সবের যোগফল বি-রা-ট কোহালি!
টি টোয়েন্টিতে রান তাড়া করে সফল ব্যাটসম্যানরা
বিরাট কোহালি
৭৩৭ রান
মার্টিন গাপ্টিল
৬১১ রান
শেন ওয়াটসন
৬০১ রান
ব্রেন্ডন ম্যাকালাম
৫৭২ রান
রান তাড়ায় বিরাট
ইনিংস ১৫
রান ৭৩৭
গড় ১২২.৮৩
অর্ধশতরান ৮ সর্বোচ্চ ৮২ ন.আ
স্ট্রাইক রেট ১৩১.১৩