Arjun Tendulkar

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে অর্জুন তেন্ডুলকর

জুলাই মাসে শ্রীলঙ্কায় দুটি চার দিনে ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল, সেই দলেই জায়গা পেয়েছেন অর্জুন। বাবার মতো স্পেশ্যালিস্ট ব্যাট্সম্যান নন, বরং বাঁ-হাতি জোরে বোলার অর্জুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ২০:৩৪
Share:

অর্জুন তেন্ডুলকর।

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে জায়গা পেলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। আগেই জায়গা করে নিয়েছিলেন মুম্বইয়ের অনূর্ধ্ব-১৯ দলে। এবার এল জাতীয় দলে খেলার সুযোগ। জুলাই মাসে শ্রীলঙ্কায় দুটি চার দিনে ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল, সেই দলেই জায়গা পেয়েছেন অর্জুন। বাবার মতো স্পেশ্যালিস্ট ব্যাট্সম্যান নন, বরং বাঁ-হাতি জোরে বোলার অর্জুন।

Advertisement

ভালো বল করার সুবাদে গত সেপ্টেম্বরে এতটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলার জন্য অনূর্ধ্ব-১৯ মুম্বই দলে জায়গা করে নিয়েছিলেন তেন্ডুলকর জুনিয়র। এর আগে ভারতের সিনিয়র দলের অনুশীলনে বল করতে দেখা গেছে অর্জুনকে।

শ্রীলঙ্কা সফরে ভারতের এই জুনিয়র দলের নেতৃত্ব দেবেন দিল্লির উইকেটকিপার ব্যাট্সম্যান অনুজ রাওয়াত। শ্রীলঙ্কায় দুটি চার দিনের ম্যাচ ছাড়াও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল। চার দিনের দলে জায়গা পেলেও একদিনের দলে নাম নেই অর্জুনের।

Advertisement

আরও পড়ুন: আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইকে অনায়াসেই হারিয়ে দিত হেরোদের এই একাদশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement