Sachin Tendulkar

অর্জুনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড ইংরেজ ব্যাটসম্যান, দেখুন ভিডিয়ো

সম্প্রতি ইংল্যান্ডের জুনিয়র কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলিংয়ের জন্য ফের একবার খবরের শিরোনামে এসেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৯ জুন ২০১৯ ১২:৪৮
Share:

অর্জুনের সেই ডেলিভারি। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

না চাইলেও বাবার ছায়া সব সময়ই তাঁকে তাড়া করে। যদিও সেই ছায়াতে নিজেকে ঢেকে ফেলতে রাজি নন তিনি। বিগত বেশকয়েক বছর ধরেই ক্রিকেট বিশ্বে নিজেকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি— অর্জুন তেন্ডুলকর। ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের পুত্র। সম্প্রতি ইংল্যান্ডের জুনিয়র কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলিংয়ের জন্য ফের একবার খবরের শিরোনামে এসেছেন তিনি।

Advertisement

সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি দলসারের দ্বিতীয় দলের বিরুদ্ধে এমসিসি ইয়ং ক্রিকেটারদের হয়ে খেলতে নেমেছিলেন অর্জুন। সেই ম্যাচেই অর্জুনের বলে বোল্ড হয়ে যান সারের ব্যাটসম্যান নাথান টিলে। টিলেকে বোল্ড করা সেই ডেলিভারিতেই মুগ্ধ হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

নাথানকে বোল্ড করার সেই ভিডিয়ো নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। তার পরই ভাইরাল হয়েছে সেটি। এর আগে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন অর্জুন।

Advertisement

দেখুন অর্জুনের দুরন্ত বোলিংয়ের নমুনা-

আরও পড়ুন: কে সেরা? জবাব সচিনের

আরও পড়ুন: ক্রিকেটের বিশ্বযুদ্ধে এক বাংলার আলোর ঝলক, অন্য বাংলা অন্ধকারে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement