জেরার্দো মার্টিনোর পরিবর্তে আর্জেন্তিনা দলের নতুন কোচ হলেন এডগার্ডো বাউজা। ২০১৮ বিশ্বকাপ অবধি বাউজার সঙ্গে চুক্তি করল আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এএফএ)। আর্জেন্তিনা কোচ হতে দিয়েগো সিমিওনে ও জর্জ সাম্পাওলির মতো সেরা কোচেদের প্রস্তাব দিয়েছিল এএফএ। কিন্তু কেউ রাজি না হওয়ায় অভিজ্ঞ বাউজাকে কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এএফএ-র প্রেসিডেন্ট আর্মান্দো পেরেজ বলেছেন, ‘‘আশা করব বাউজা আমাদের সাফল্য এনে দেবে।’’ উইকিপিডিয়া ঘাটলে দেখা যায় কোচ হিসেবে বাউজাও কিছু কম জান না। ইকুয়েডরের কুইতো এবং আর্জেন্তিনার সান লরেঞ্জোর মতো দুর্বল দুটো ক্লাবকে কোপা লিবার্তাদোরেস জেতান তিনি। চলতি মরসুমেও ব্রাজিলের ক্লাব সাও পাওলো-কে লিবার্তাদোরেস সেমিফাইনালে উঠতে সাহায্য করেন। নিজের ফুটবল কেরিয়ারে ডিফেন্ডার ছিলেন বাউজা। শোনা যাচ্ছে, আর্জেন্তিনার কোচ হয়ে বাউজার প্রথম মিশন লিওনেল মেসিকে ফের ফিরিয়ে আনা আর্জেন্তিনা দলে।