শ্যুটিংয়ে বিশ্ব রেকর্ড তেইশের অপূর্বীর

সুইডিশ গ্রাঁ প্রিতে পাঁচ বছরের রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড করলেন ভারতীয় শ্যুটার অপূর্বী চান্ডিলা। জিতলেন সোনা। অলিম্পিকে সোনা জয়ী ই সিলিংয়ের রেকর্ড ভাঙলেন তিনি। ২০১০ সালে মিউনিখে এই রেকর্ড করেছিলেন সিলিং।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ১০:৫২
Share:

সুইডিশ গ্রাঁ প্রিতে পাঁচ বছরের রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড করলেন ভারতীয় শ্যুটার অপূর্বী চান্ডিলা। জিতলেন সোনা। অলিম্পিকে সোনা জয়ী ই সিলিংয়ের রেকর্ড ভাঙলেন তিনি। ২০১০ সালে মিউনিখে এই রেকর্ড করেছিলেন সিলিং। ১০ মিটার এয়ার রাইফেলে মঙ্গলবার এই উচ্চতা ছুঁলেন চান্ডিলা। তিনি শ্যুট করেন ২১১.২। সিলিংয়ের ছিল ২১১। অপূর্বী ইতিমধ্যেই রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। তার আগে এই সাফল্য তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। রুপো ও ব্রোঞ্জ জেতেন সুইডেনের স্টিফেনসন ও নিয়েলসন। দু’জনের পয়েন্ট ২০৭.৬ ও ১৮৫।

Advertisement

আরও খবর পড়ুন : হাঁটছেন শুমাখার, বলল ম্যাগাজিন, খবর উড়িয়ে দিলেন ম্যানেজার

এমন সাফল্যে উচ্ছ্বসিত চান্ডিলা বলেন, ‘‘এই সোনা জয় রিওতে নামার আগে আমার আম্তবিশ্বাস বাড়াবে। পদক পেতে সাহায্য করবে।’’ রাজস্থানের অপূর্বীর পাশে তাঁর রাজ্য কিভাবে থেকে সেটা বলতেও ভোলেননি তিনি। বলেন, ‘‘সে সমর্থন, যে উৎসাহ, শুভেচ্ছা আমি রাজস্থানের আমার কাছের মানুষ ও আমার পাশে থাকা মানুষদের থেকে পেয়েছি সেটাই আন্তর্জাতিক স্তরে আমার সাফল্যের কারণ।’’ গত মাসেই জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। আইএসএসএফ বিশ্বকাপে গত এপ্রিলে ব্রোঞ্জ জয়ের পরই অলিম্পিকের ছাড়পত্র পান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement