Kaun Banega Crorepati

কেবিসিতে বিরাটকে নিয়ে অমিতাভের প্রশ্নে লজ্জায় লাল অনুষ্কা

যখনই ব্যাট হাতে কোনও মাইলস্টোনে পৌঁছেছেন, বিরাট কোহালি ব্যাটে ‘ফ্লাইং কিস’ করেছেন ইঙ্গিতপূর্ণ ভাবে। অমিতাভ বচ্চন সেই প্রসঙ্গেই জিজ্ঞাসা করেছিলেন অনুষ্কা শর্মাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৬
Share:

ডিসেম্বরে বিরাটের সঙ্গে বিয়ে হয়েছে অনুষ্কা শর্মার।

কেবিসির সেটে বিরাট কোহালিকে নিয়ে প্রশ্ন করেছিলেন অমিতাভ বচ্চন। যার জবাবে লজ্জায় লাল হয়ে উঠলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

Advertisement

গত বছরের ডিসেম্বরে বিয়ে হয়েছে বিরাট-অনুষ্কার।একে অন্যের প্রতি ভালবাসা প্রকাশ্যেই বারবার জানিয়ে এসেছেন দু’জনে। টুইটার ও ইনস্টাগ্রামে একসঙ্গে থাকার ছবি পোস্ট করেছেন বারবার। আর যখনই ব্যাট হাতে কোনও মাইলস্টোনে পৌঁছেছেন, কোহালি ব্যাটে ‘ফ্লাইং কিস’ করেছেন ইঙ্গিতপূর্ণ ভাবে।

কৌন বনেগা ক্রোড়পতি’-র সর্বশেষ এপিসোডে অনুষ্কাকে এই বিষয়েই প্রশ্ন করেছিলেন অমিতাভ। অনুষ্কা বলেছিলেন, শুধু স্বামীর জন্যই তিনি ক্রিকেট দেখেন না। দেশকে সমর্থনের জন্যও দেখেন। তখনই বিরাটের ‘ফ্লাইং কিস’ করার প্রসঙ্গ তোলেন অমিতাভ। সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে উঠতে দেখা যায় অনুষ্কাকে।

Advertisement

আরও পড়ুন: সিনেমায় নামছেন কোহালি? টুইট ঘিরে তুমুল জল্পনা​

আরও পড়ুন: পয়েন্ট ‘০’ তো কী, খেলরত্ন পাচ্ছেন বিরাট কোহালি!​

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement