Sunil gavaskar

স্ত্রীকে জড়িয়ে বিরাটকে কটাক্ষ গাওস্করের, কড়া জবাব অনুষ্কার

আইপিএলের ধারাভাষ্য দিতে গিয়ে বৃহস্পতিবার বিরাট কোহালিকে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করেছিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৯
Share:

শুক্রবার গাওস্করের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অনুষ্কাও।

আইপিএলের ধারাভাষ্য দিতে গিয়ে বৃহস্পতিবার বিরাট কোহালিকে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করেছিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকে জড়িয়ে সেই আক্রমণের ভাষাও অত্যন্ত কুৎসিত ছিল। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমলোচিত হতে থাকেন গাওস্কর। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করা হয়। শুক্রবার গাওস্করের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অনুষ্কাও।

Advertisement

কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে গত কাল দুবাইয়ের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা ছিল। আইপিএলের ওই ম্যাচে বিরাট কোহালি পর পর দু’বার লোকেশ রাহুলের ক্যাচ মিস করেন। পরে ব্যাটিং করতে গিয়ে মাত্র এক রানে আউট হয়ে তিনি ফিরে আসেন। সেই সময় টিভিতে ধারাভাষ্য দিচ্ছিলেন গাওস্কর। কমেন্ট্রি বক্সে বসে থাকা গাওস্করকে বলতে শোনা যায়, ‘‘এই যে লকডাউন ছিল, সেই সময় বিরাট শুধুই অনুষ্কার বোলিংই অনুশীলন করেছে। ওই ভিডিয়োটা দেখেছি, ওতে কিছু হওয়ার নয়।’’

এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন বিরাটের ভক্তেরা। কমেন্ট্রি প্যানেল থেকে গাওস্করের নাম বাদ দেওয়ার জন্য বিসিসিআই-এর কাছে আবেদনও জানিয়েছেন অনেকে। আর সেই আবহেই শুক্রবার মুখ খুললেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মিস্টার গাওস্কর আপনার মন্তব্য কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দায়ী করার মতো ভাবনা আপনি কী করে ভাবলেন? আমি নিশ্চিত, ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চির কাল সম্মানই করে এসেছেন।’’

Advertisement

পরে এ দিন সন্ধ্যাতেই পাল্টা জবাব দিয়েছেন গাওস্কর। তাঁর দাবি, বিরাটের খারাপ পারফরমেন্সের জন্য তিনি মোটেও অনুষ্কাকে দায়ী করেননি। তাঁর বক্তব্যের ভুল অর্থ করা হয়েছে।

ইনস্টাগ্রামে অনুষ্কার জবাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement