Cricket

সমালোচনায় বিদ্ধ বিরাটের পাশে অনুরাগ ঠাকুর

বিরাট যে ভারতীয় ক্রিকেটকে আগামী দিনে অন্য পর্যায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে তাও এ দিন সমালোচকদের মনে করিয়ে দেন অনুরাগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ১৬:৫০
Share:

প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। -ফাইল চিত্র।

অনিল কুম্বলের সঙ্গে দ্বৈরথকে কেন্দ্র করে যখন ভারত অধিনায়ক কোহালির উপর একের পর এক সমালোচনার ঝড় বয়ে চলেছে, তখন বিরাট পাশে দাঁড়ালেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর।

Advertisement

রবিবার বিরাটের সমর্থনে ঠাকুর বলেন, “অযৌক্তিক ভাবে অনিল কুম্বলের পদত্যাগের জন্য দোষী সাজান হচ্ছে বিরাট কোহালিকে। আমার মনে হয় এই ধরনের আলোচনা এবার বন্ধ হওয়া প্রয়োজন।”

আরও পড়ুন: অবিশ্বাস্য এই ফেরার কাহিনি

Advertisement

বিরাট যে ভারতীয় ক্রিকেটকে আগামী দিনে অন্য পর্যায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে তাও এ দিন সমালোচকদের মনে করিয়ে দেন অনুরাগ। তিনি বলেন, “বিরাটের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে ভারতের। আগামী ১০ বছরে ভারতীয় ক্রিকেটকে অন্য পর্যায় নিয়ে যেতে পরে বিরাট।”

অন্য দিকে, ভারতীয় ক্রিকেট ইতিহাসে কোচ-অধিনায়ক বিরোধ যে এই নতুন নয় তাও মনে করিয়ে দেন অনুরাগ। তিনি বলেন, “বিরাটই প্রথম নয়, এর আগেও বারবার নিশানায় আনা হয়েছে অধিনায়ককে। বিরাটের পূর্বসুরিদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement