মহড়া: ওড়িশার বিরুদ্ধে নামার প্রস্তুতিতে মগ্ন রয় কৃষ্ণরা। বুধবার। টুইটার
আইএসএলের পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে এটিকে-মোহনবাগান। ২ ম্যাচে ৬ পয়েন্ট রয় কৃষ্ণদের। অথচ সমসংখ্যক ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগেও স্বস্তিতে নেই আন্তোনিয়ো লোপেস হাবাস।
সবুজ-মেরুন দলের স্পেনীয় কোচ উদ্বিগ্ন তিন জনকে নিয়ে। ওড়িশার দুই ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সেলিনহো লেইতি পেরেরা, দিয়েগো মাউরিসিয়ো এবং কোচ স্টুয়ার্ট উইলিয়াম ব্যাক্সটার। ২০১২-’১৩ মরসুমে দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগে হাবাস যখন বিডভেস্ট উইটসের কোচ ছিলেন, স্টুয়ার্ট তখন কাইজ়ার চিফস-এর দায়িত্বে। প্রথম পর্বে ১-৩ হেরেছিল হাবাসের দল। দ্বিতীয় সাক্ষাতের ফল ছিল ১-১। চ্যাম্পিয়ন হয়েছিল কাইজ়ার। চতুর্থ স্থানে শেষ করেছিল বিডভেস্ট। এটিকে-কে দু’বার আইএসএলে চ্যাম্পিয়ন করলেও অতীতের দ্বৈরথ ভুলে যাননি হাবাস। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি খোলাখুলি বললেন, ‘‘ওড়িশার কোচ দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকায় আমরা একই সময়ে কোচিং করিয়েছি। আমি স্টুয়ার্টকে শ্রদ্ধা করি। আশা করি, আমার প্রতিও একই মনোভাব রয়েছে ওর।’’ ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সেলিনহোর উচ্ছ্বসিত প্রশংসা করে এটিকে-মোহনবাগান কোচ যোগ করেন, ‘‘গত মরসুমে ছন্দে না থাকলেও আমার মতে আইএসএলের অন্যতম সেরা ফুটবলার মার্সেলিনহো। খেলা তৈরি করে। সেট-পিসেও ভয়ঙ্কর। ওকে নিয়ে সব সময় সতর্ক থাকতে হবে।’’
২০১৭-’১৮ মরসুমে পুণে সিটি এফসি-র কোচ থাকার সময় মার্সেলিনহো-ই ছিলেন হাবাসের তুরুপের তাস। চলতি আইএসএলে অবশ্য মার্সেলিনহোকে ছাপিয়ে গিয়েছেন দিয়েগো। অনূর্ধ্ব-২০ ব্রাজিল জাতীয় দল ও ফ্ল্যামেঙ্গোর প্রাক্তন স্ট্রাইকার দিয়েগোর জোড়া গোলেই আগের ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে হার বাঁচিয়েছিল ওড়িশা। তার পর থেকেই মার্সেলিনহো ও দিয়েগোকে আটকানোর মহড়ায় ব্যস্ত হাবাস। এটিকে-মোহনবাগানে অস্বস্তি বাড়াচ্ছে এদু গার্সিয়া, মাইকেল সুসাইরাজের চোটও। হতাশ হাবাস বলেছেন, ‘‘সুসাইরাজ আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। গত মরসুমে অসাধারণ খেলেছিল।’’
ওড়িশার বিরুদ্ধে খেলতে পারেন নতুন বিদেশি ব্র্যাড ইনম্যান। পুরনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে মরিয়া ওড়িশা কোচও। স্টুয়ার্ট বলেছেন, ‘‘এটিকে-মোহনবাগান যে রকম ছন্দে রয়েছে, তাতে ওদের সম্মান করতেই হবে। তবে ম্যাচটা ওদের কাছে কঠিন করে তুলতে আমরাও তৈরি।’’