শেষ বেলায় ছন্দপতন অনির্বাণের

স্কটল্যান্ডের বৃষ্টিভেজা প্রান্তর আর মেঘলা আকাশের সঙ্গে যেন গোপন মৈত্রী চুক্তি সেরে তৃতীয় রাউন্ডে শুরু করেছিলেন অনির্বাণ লাহিড়ী! যে কোর্সে টাইগার উডসের মতো মহাতারকার করুণ পতন ঘটে গেল, সেখানেই সেরাদের পাশে সমানতালে টক্কর দিয়ে এ দিন প্রথম নয় হোল একেবারে নিখুঁত খেললেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০২:২৪
Share:

স্কটল্যান্ডের বৃষ্টিভেজা প্রান্তর আর মেঘলা আকাশের সঙ্গে যেন গোপন মৈত্রী চুক্তি সেরে তৃতীয় রাউন্ডে শুরু করেছিলেন অনির্বাণ লাহিড়ী!

Advertisement

যে কোর্সে টাইগার উডসের মতো মহাতারকার করুণ পতন ঘটে গেল, সেখানেই সেরাদের পাশে সমানতালে টক্কর দিয়ে এ দিন প্রথম নয় হোল একেবারে নিখুঁত খেললেন। কিন্তু ফিরতি নয়ে তেরো, চোদ্দো, সতেরো নম্বর বোগি হওয়ায় ভাল শুরুর সুযোগ নিতে পারলেন না। চারটি বার্ডির পাশে তিন বোগি, দিন শেষ করলেন এক-আন্ডার ৭১ স্কোরে। যুগ্ম সাতাশে থেকে।

রবিবারের মেঘলা আকাশের নীচে জ্বলে উঠলেন মেজরের আসরের নতুন মহাতারকা জর্ডান স্পিয়েথও। সাতটি বার্ডি-সহ স্কোর করলেন ছয়-আন্ডার ৬৬। প্রথম দু’দিন শীর্ষে থাকা ডাস্টিন জনসনের তৃতীয় রাউন্ড বার্ডি-বিহীন যাওয়ার পূর্ণ সুযোগ নিয়ে বারো ধাপ লাফ দিয়ে মোট এগারো-আন্ডার স্কোরে স্পিয়েথ টানা তৃতীয় মেজর জয়ের প্রবল দাবি জানাচ্ছেন। এ দিকে, প্রতিকূল আবহাওয়া কাটিয়ে শনিবারের দ্বিতীয় রাউন্ড শেষ হলে কাট ফস্কানোর তালিকায় সবচেয়ে বড় নামটাই ছিল টাইগার উডসের। তাঁর বর্ণোজ্জ্বল কেরিয়ারে যা কখনও হয়নি, সেই অভাবনীয়ই ঘটে গেল। পর পর দু’টি মেজরে কাট পেলেন না বিশ্বের সর্বকালের সেরা। উডস অবশ্য বলেছেন, ঘুরে দাঁড়াবেনই। ‘‘শেষ দুই টুর্নামেন্টের চেয়ে পরের বার ভাল খেলবই,’’ প্রতিজ্ঞা তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement