IPL

প্রীতির দলের হেড কোচ কুম্বলে, সঙ্গে তারকাখচিত সাপোর্ট স্টাফ

জাতীয় দলের কোচ হওয়ার আগে ভারতের তারকা লেগ স্পিনার মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আরসিবি-র মেন্টর হিসেবেও কাজ করেছেন কুম্বলে।

Advertisement

সংবাদ সংস্থা

মোহালি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ১৫:০১
Share:

জার্সির রং বদলাচ্ছে কুম্বলের। —ফাইল চিত্র।

ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে ‘ঘর বদলালেন’। বদলে গেল তাঁর ভূমিকাও। আগামী মরসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পঞ্জাবের হেড কোচ হিসেবে কাজ করতে দেখা যাবে ভারতের প্রাক্তন এই লেগ স্পিনারকে।

Advertisement

কিংস ইলেভেনের দায়িত্ব ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর হয়েছেন মাইক হেসন। তাঁর জায়গায় কুম্বলের সঙ্গে দু’বছরের চুক্তি করেছে প্রীতি জিন্টার দল। মেন্টর হিসেবে কুম্বলেকে আইপিএল-এর দুনিয়া আগে দেখলেও কোচ হিসেবে এ বারই আত্মপ্রকাশ ঘটতে চলেছে জাম্বোর।

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের পরে ভারতের হেড কোচের দায়িত্ব থেকে ইস্তফা দেন কুম্বলে। জাতীয় দলের কোচ হওয়ার আগে ভারতের তারকা লেগ স্পিনার মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আরসিবি-র মেন্টর হিসেবেও কাজ করেছেন কুম্বলে। তাঁর সঙ্গে তারকাখচিত সাপোর্ট স্টাফ এ বার কাজ করবেন।

Advertisement

আরও পড়ুন: কোহালির ডাবল সেঞ্চুরি, পুণেয় পাঁচশোর দিকে এগোচ্ছে ভারত

অস্ট্রেলিয়ার প্রাক্তন ওয়ানডে অধিনায়ক জর্জ বেইলিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে পঞ্জাব। ২০১৪ সালে কিংস ইলেভেন পঞ্জাব আইপিএল-এর ফাইনালে পৌঁছেছিল। সে বার কিংস ইলেভেনের ক্যাপ্টেন ছিলেন বেইলি। সুনীল জোশীকে সহকারী কোচ হিসেবে নেওয়া হয়েছে। ফিল্ডিং কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডস। বোলিং কোচ করা হতে পারে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশকে। ভাল দল গড়েও একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি কিংস ইলেভেন। কুম্বলে কি এ বার ভাগ্য ফেরাতে পারবেন কিংস ইলেভেনের?

আরও পড়ুন: রবি শাস্ত্রী, জাস্টিন ল্যাঙ্গার থেকে লালচাঁদ রাজপুত, ক্রিকেট কোচেদের বেতন চোখ কপালে তুলবে​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement