পিভি সিন্ধুর তিনি স্বঘোষিত ভক্ত। কয়েক দিন আগেই তাঁর টিভি শো-এ সিন্ধু বিশেষ অতিথি হিসেবে আসার পরে বলেছিলেন, ‘‘তাঁর কাছে খুব সম্মান আর গর্বের মুহূর্ত।’’ সিন্ধু কোনও আন্তর্জাতিক পদক জিতলে তাঁকে যে রকম উচ্ছ্বসিত হতে দেখা যায়, তেমনই ব্যর্থতায় দ্রুত তাঁর পাশে দাঁড়ান তিনি। রবিবার সিন্ধু দুবাই সুপার সিরিজ ফাইনালসে হারার পরেও ব্যাতিক্রম হয়নি। তিনি— অমিতাভ বচ্চন।
দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনালে লড়াইয়ের পরে বলিউড ‘বাদশা’ রবিবার রাতেই সিন্ধুকে টুইট করেন। জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে হামদান স্পোর্টস কমপ্লেক্সে সিন্ধু প্রায় দেড় ঘণ্টা লড়াই করেও হেরে যাওয়া নিয়ে অমিতাভ লেখেন, ‘‘অসুস্থ থাকা সত্ত্বেও তুমি খুব লড়াই করেছ ম্যাচটায়। হারের কথা মাথায় রেখো না। আমরা তোমার পাশে আছি। একটা হার তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। তোমার জন্য গর্বিত।’’ সিন্ধু যার জবাবে টুইট করেন, ‘অনেক ধন্যবাদ স্যার’।
চলতি মরসুমে চার নম্বর ফাইনালে নামার আগে সিন্ধু টানা চারটি ম্যাচ জিতেছিলেন দুবাইয়ে। গ্রুপ পর্বেই হারিয়ে দিয়েছিলেন তাঁর ফাইনালের প্রতিদ্বন্দ্বী ইয়ামাগুচিকে। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে বিশ্বের দু’নম্বরের বিরুদ্ধে প্রথম গেমে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারেননি।
আরও পড়ুন: হাইতির দুই বন্ধুর লড়াই যুবভারতীতে
ঠিক যে ভাবে রিও অলিম্পিক্স আর গ্লাসগো বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফাইনালে তুমুল লড়াই করেও হারতে হয়েছিল হায়দরাবাদি তারকাকে। তিনি নিজেও যে কিছুটা হতাশ, তা স্বীকার করে নিয়েছেন সিন্ধু। দুবাইয়ে রুপো পাওয়ার পরে বলেছেন, ‘‘এ মরসুমে আমার প্রাপ্তি কম নয়। দুবাই সুপার সিরিজ ফাইনালসে রুপো জেতাটা দারুণ ব্যাপার। তবে ফাইনালে হেরে একটু হতাশ হয়েছি। মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতোই ঘটছে সব। যে ভাবে আমায় সমর্থকরা পাশে দাঁড়িয়েছেন তার জন্য ধন্যবাদ।’’