মারে-মরেসমো বিচ্ছেদ

কোচের পদ থেকে এমিলি মরেসমোকে সরালেন অ্যান্ডি মারে। সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হয়েছে দাবি করেছেন দু’জনই। মরেসমোর কোচিংয়ে দু’বছরে সাতটা খেতাব জিতেছেন মারে। তবে গ্র্যান্ড স্ল্যাম পাননি। রবিবারই মাদ্রিদ মাস্টার্সেও জকোভিচের কাছে হেরেছেন তিনি। সোমবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দু’নম্বর জায়গাও খুইয়েছেন মারে। রজার ফেডেরারের কাছে।

Advertisement
শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০৩:১৩
Share:

কোচের পদ থেকে এমিলি মরেসমোকে সরালেন অ্যান্ডি মারে। সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া হয়েছে দাবি করেছেন দু’জনই। মরেসমোর কোচিংয়ে দু’বছরে সাতটা খেতাব জিতেছেন মারে। তবে গ্র্যান্ড স্ল্যাম পাননি। রবিবারই মাদ্রিদ মাস্টার্সেও জকোভিচের কাছে হেরেছেন তিনি। সোমবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দু’নম্বর জায়গাও খুইয়েছেন মারে। রজার ফেডেরারের কাছে। তবে ব্রিটিশ মিডিয়া মনে করছে গত অগস্টে মা হওয়া এমিলি পেশাদার ট্যুরের ধকল নিতে পারছেন না বলেই এই সিদ্ধান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement