অ্যালিসন স্টকে। সফল এই মার্কিন অ্যাথলিট রাতারাতি ‘ইন্টারনেট সেনসেশন’ হয়ে ওঠেন একটি ছবির দৌলতে। এর ফলে অনেকটাই বদলে যায় তাঁর জীবন।
২২ মার্চ, ১৯৮৯-এ ক্যালিফোর্নিয়ায় জন্ম হয় পোল ভল্টে জাতীয় চ্যাম্পিয়ন অ্যালিসন স্টকের।
জিমন্যাস্টিকে জাতীয় চ্যাম্পিয়ন দাদা ডেভিডকে দেখে অ্যাথলিট হিসেবে নিজেকে গড়ে তুলতে উত্সাহী হন অ্যালিসন স্টকে।
পোল ভল্টে কিশোরী অ্যালিসনের টাইমিং, দক্ষতা নজর কাড়ে জাতীয় নির্বাচকদেরও। হাইস্কুলে পড়াকালীন তিনি হয়ে ওঠেন দেশের একজন অন্যতম সেরা ভল্টার।
২০০৪-এ মাত্র ১৫ বছর বয়সেই অ্যালিসন জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা জেতেন ১২.৬ ফুট রেকর্ডের সঙ্গে। ১৩.৫ ফুটের রেকর্ড ভল্ট-সহ ১০টি সেরা জাতীয় রেকর্ড রয়েছে তাঁর দখলে।
২০০৭-এ নিউ ইয়র্কে একটি অ্যাথলিট মিট-এ অংশ নেন অ্যালিসন স্টকে। এই সময় তাঁর একটি ছবি কেউ পোস্ট করেন ইন্টারনেটে যা মুহূর্তের মধ্যে রীতিমতো ভাইরাল হয়ে যায়। এর পর থেকে অ্যালিসন স্টকের জন্য ১০ লক্ষেরও বেশি বার সার্চ করা হয় ইন্টারনেটে।
সে ছবির দৌলতে কয়েকশো চিত্রগ্রাহক, একাধিক বিজ্ঞাপনী সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করতে থাকেন ফটোশুটের জন্য। ভক্তদের চাপে একটা সময় অ্যালিসন ম্যানেজার নিয়োগ করতে বাধ্য হন।
২০১৫-এ শেষমেশ নাইকি এবং এথলেটা সংস্থার বিজ্ঞাপনী ফটোশুটের প্রস্তাবে রাজি হয়ে যান অ্যালিসন স্টকে। নাইকি’র ফটোশুটে তাঁর ছবিও ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।