অধিনায়ক বিরাট কোহালির নেতৃত্বে এশিয়ার প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল ভারত। অতীতেও এ ধরনের বেশ কিছু বিরল কৃতিত্ব রয়েছে অনেক ভারতীয় টেস্ট ক্রিকেটারের। ভারতের সর্বকালের টেস্ট দল তৈরি করা যায়, সন্দেহ নেই দলটি বিদেশের মাটিতে যে কোনও রেকর্ড গড়তে পারেন। দেখে নিন কেমন হবে সেই দলটি।
সুনীল গাওস্কর: ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটার তথা ওপেনিং ব্যাটসম্যান। বিদেশের মাটিতে ৫০-এ উপর গড় থাকা গাওস্করকে শুরুতে রাখতেই হবে।
বীরেন্দ্র সহবাগ: আশির উপর স্ট্রাইক রেট টেস্টে আর কোনও ভারতীয় ওপেনারের আছে কি না, তা বলা কঠিন। ২০০৩-০৪-এ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাফল্যের অন্যতম কান্ডারী ছিলেন বীরু।
রাহুল দ্রাবিড়: নিজের ৩৬টি শতরানের মধ্যে ২১টিই এসেছে বিদেশের মাঠ থেকে। তিন নম্বরে দ্য ওয়ালের বিকল্প শুধু বিদেশ কেন দেশের মাঠেও বোধ হয় কেউ হবেন না।
সচিন তেন্ডুলকর: চার নম্বরটি লিটল মাস্টারের জন্যই নির্ধারিত থাকল। দেশ বা বিদেশের মাঠে সচিনের বিকল্প বোধ হয় সচিন নিজেই। ৫১টি শতরানের মধ্যে ২৯টি এসেছে বিদেশের মাঠ থেকে। বিদেশের মাঠে সচিনের গড় ৫৪.৭৪।
বিরাট কোহালি: বর্তমান ভারত অধিনায়ককে অবশ্যই সেরা একাদশে রাখতে হবে। ১৪টি শতরান বিদেশের মাঠ থেকে এসেছে কোহালির ঝুলিতে, রানের গড় ৪৮-এর বেশি।
কপিলদেব: ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। ৪৩৪ উইকেট সংগ্রহকারী কপিলদেব নিঃসন্দেহে দেশের সেরা টেস্ট একাদশে থাকবেন।
মহেন্দ্র সিংহ ধোনি: ভারতের অন্যতম সফল টেস্ট অধিনায়ক। উইকেটরক্ষক থেকে শুরু করে ব্যাটসম্যান ধোনি, সব দিক থেকেই ভারতের কাছে গুরুত্বপূর্ণ।
অনিল কুম্বলে: ভারতের সর্বকালের সেরা অন্যতম স্পিনার। ৬১৯টি টেস্ট উইকেটের মধ্যে ২৬৯টি এসেছে বিদেশ থেকে। এক জন স্পিনার হিসেবে এই রেকর্ড নিঃসন্দেহ প্রশংসাযোগ্য। কারণ, বিদেশের অধিকাংশ পিচই পেস বোলার সহায়ক।
জাভাগল শ্রীনাথ: বর্তমানে বুমরা-শামি-ইশান্তরা যতই দাপট দেখান, ভারতীয় পেস আক্রমণের উত্থান শুরু হয়েছিল প্রায় ১৪০ কিলোমিটার বেগে বল করা শ্রীনাথের হাত ধরে। বিদেশের মাটিতে ৩৫টি টেস্ট খেলা শ্রীনাথের দখলে রয়েছে ১২৮টি উইকেট।
জাহির খান: শ্রীনাথ যদি ভারতীয় পেস আক্রমণের ভোরের আলো হতে পারেন, তা হলে সেই আলোকে আরও উজ্জ্বল করার দায়িত্ব নিয়েছিলেন জাহির খান। বিদেশের মাটিতে ৫৪টি টেস্ট খেলে ২০৭টি উইকেট নিজের দখলে রেখেছেন এই প্রাক্তন বাঁহাতি সিমারটি।
যশপ্রীত বুমরা: যশপ্রীত বুমরার উত্থান এই সিরিজের অন্যতম প্রাপ্তি। ৪ ম্যাচে ১৫৭.১ ওভারে ২১টি উইকেট নিয়েছেন তিনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ৮৬ রানে নয় উইকেট নিয়েছিলেন বুমরা। যা অস্ট্রেলিয়ায় কোনও ভারতীয় পেসারের সবচেয়ে সফল পরিসংখ্যান। টপকে গিয়েছেন কপিল দেবকে। বুমরাকে সেরা একাদশ রাখতেই হবে ।
চেতেশ্বর পূজারা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত চারটি টেস্টের, সাত ইনিংসে মোট ৫২১ রান করেছেন পূজারা, এর মধ্যে তিনটি শতরানও রয়েছে। সিরিজে পূজারার রানের গড় ৭৪.৪২। প্রথম একাদশে হেভিওয়েটদের ভিড় থাকলেও, দ্বাদশ ব্যাক্তি হিসেবে পূজারাকে রাখতেই হবে।