cricket

সংক্রমণ নেই দলে কারও, পুজারাদের মহড়া শুরু 

ভারতীয় ক্রিকেটারেরা মাঠে নেমে গা ঘামানোর পাশাপাশি জিমেও ট্রেনিং শুরু করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ০৪:৪০
Share:

দৌড়: সিডনিতে প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। টুইটার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন এক দ্বৈরথের প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটারেরা। দিন দুই আগে সিডনিতে নামার পরে ভারতীয় ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল। যে পরীক্ষায় সবার ফল ‘নেগেটিভ’ এসেছে। কারও সংক্রমণ নেই। পরীক্ষার ফল হাতে পাওয়ার পরেই শনিবার প্রথম অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটারেরা। যেখানে হাল্কা গা ঘামাতে দেখা গিয়েছে হার্দিক পাণ্ড্য, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, কুলদীপ যাদব, যুজ়বেন্দ্র চহাল, মহম্মদ সিরাজদের। যে ছবি টুইটারে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ান ডে, তিনটি টি-টোয়েন্টি এবং চারটি টেস্ট খেলবে ভারত। ২৭ নভেম্বর থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ। যে সাদা বলের সিরিজে আবার একসঙ্গে খেলতে দেখা যেতে পারে দুই রিস্টস্পিনার (কব্জির মোচড়ে যাঁরা বল ঘোরান)— কুলদীপ এবং চহালকে। যাঁদের ক্রিকেট দুনিয়া চেনে ‘কুলচা’ নামে। এ দিন কুলদীপের সঙ্গে ছবি পোস্ট করে চহাল টুইট করেছেন, ‘‘আমার ভাই কুলদীপ। আবার আমরা একসঙ্গে। আবার ভারতের পতাকার হয়ে খেলতে নামব।’’

এ দিন অস্ট্রেলিয়া থেকে দেশবাসীর উদ্দেশে শুভ দীপাবলির বার্তা পাঠিয়েছেন অধিনায়ক বিরাট কোহালি। টুইটারে পোস্ট করা এক ভিডিয়ো বার্তায় শব্দবাজি না ফাটানোর জন্য সবাইকে অনুরোধ করেছেন ভারত অধিনায়ক। কোহালি বলেছেন, ‘‘আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে আমার তরফ থেকে দীপাবলির শুভেচ্ছা। ঈশ্বরের আশীর্বাদে ভাল থাকুন। শান্তি, সম্বৃদ্ধি, খুশিতে ভরে উঠুক জীবন। শুধু মনে রাখবেন, পরিবেশকে রক্ষা করার জন্য কোনও শব্দবাজি ফাটাবেন না। বাড়িতে থেকে নিজের প্রিয় মানুষদের সঙ্গে মজা করুন একটা প্রদীপ জ্বালিয়ে আর মিষ্টিমুখ করে।’’

Advertisement

ভারতীয় ক্রিকেটারেরা মাঠে নেমে গা ঘামানোর পাশাপাশি জিমেও ট্রেনিং শুরু করেছেন। আইপিএলে সাড়া ফেলে দেওয়া ইয়র্কার বিশেষজ্ঞ পেসার টি নটরাজন, দীপক চাহার, শ্রেয়স আয়ারদের দেখা গিয়েছে জিমে। ভারতীয় বোর্ড টুইট করেছে, ‘‘অনুশীলনের পাশাপাশি ছেলেরা জিমেও গা ঘামাতে শুরু করেছে।’’

কোহালিদের এখন ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে। একটা সময় প্রশ্ন উঠেছিল, নিভৃতবাসে থাকাকালীন কি অনুশীলন করতে পারবেন ভারতীয় ক্রিকেটারেরা? শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে সেই সমস্যা মেটে। নিভৃতবাসে থাকাকালীনই অনুমতি মেলে অনুশীলন শুরু করার। সিডনি শহর সংলগ্ন ব্ল্যাকটাউন আন্তর্জাতিক স্পোর্টস পার্কের ভিতরে সিডনি অলিম্পিক পার্কে অনুশীলন করেন ভারতীয় ক্রিকেটারেরা। যেখানে গা ঘামাতে দেখা যায় কুলদীপ, চহাল, রবীন্দ্র জাডেজা, পুজারাদের। ভারতীয় বোর্ডের টুইট, ‘‘দু’দিন আগে বিমান থেকে নেমেছে সবাই। আর আজ টিম ইন্ডিয়ার প্রথম মাঠে নেমে অনুশীলন। শরীরকে চালু রাখতে একটু দৌড়ে নেওয়া।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বড় ভূমিকা নিতে পারেন ভারতীয় পেসাররা। অন্তত সে রকমই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং বল-বিকৃতি কাণ্ডের সময় স্টিভ স্মিথদের কোচ ড্যারেন লেম্যান। তিনি বলেছেন, ‘‘ভারতীয় বোলিং আক্রমণে যথেষ্ট গতি আছে। অস্ট্রেলিয়ার মাটিতে মিডিয়াম পেস বোলার নিয়ে এলে সফল হওয়া যাবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement