Football

মেসির প্রত্যাবর্তনে নজর গুরুর উপরে

বৃহস্পতিবারই শুরু হয়েছে লা লিগা। প্রথম ম্যাচে সেভিয়া ২-০ হারিয়েছে রিয়াল বেতিসকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০৬:০২
Share:

মগ্ন: বার্সার মহড়ায় মেসি। যাবতীয় আকর্ষণের মূলে তিনিই। ছবি: টুইটার।

ঠিক ৯৭ দিন পরে লিয়োনেল মেসিকে আবার বার্সেলোনার জার্সিতে লা লিগায় খেলতে দেখা যাবে। শনিবার ভারতীয় সময় অধিক রাতে মায়োরকার ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। করোনাভাইরাসের জেরে বন্ধ থাকার পরে লিগে এটাই মেসিদের প্রথম ম্যাচ। এক দিকে যেমন নজর থাকবে মেসির উপরে যে, তাঁর ফুটবল জাদুতে কোনও ভাবে থাবা বসাতে পেরেছে কি না করোনার লকডাউন, তেমনই আগ্রহের কেন্দ্রে বার্সা কোচ কিকে সেতিয়েন। লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ফলের উপরে নির্ভর করছে তাঁর চাকরির ভবিষ্যৎ।

Advertisement

বৃহস্পতিবারই শুরু হয়েছে লা লিগা। প্রথম ম্যাচে সেভিয়া ২-০ হারিয়েছে রিয়াল বেতিসকে। দর্শকশূন্য মাঠে খেলা হলেও স্টেডিয়ামের বাইরে শ’দুয়েক ফুটবলপ্রেমী জড়ো হয়েছিলেন। তাঁদের সামলাতে মোতায়েন করা পুলিশের সংখ্যা ছিল তিন গুণ। স্পেনের প্রচারমাধ্যমে লেখা হচ্ছে, মেসিদের দেখতে শনিবার মায়োরকার সন ময়িক্স স্টেডিয়ামের বাইরেও রীতিমতো ভিড় জমবে।

লা লিগায় খেতাবের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বার্সেলোনার ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের ৫৬। জ়িনেদিন জ়িদানের ক্লাব কার্যত মেসিদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ০-২ হেরেছে বার্সেলোনা। ম্যানেজার আর্নেস্তো ভালভার্দেকে সরিয়ে সেতিয়েনকে আনা হয়েছিল যাতে চিরাচরিত আকর্ষণীয় ফুটবল খেলতে পারেন মেসিরা। কিন্তু সেতিয়েন না দিতে পেরেছেন ফল, না উপহার দিয়েছেন বিনোদন। ড্রেসিংরুমেও সব যে ঠিক চলছে না, তার প্রমাণ স্বয়ং মেসির প্রকাশ্যে কোচের রণনীতির সমালোচনা করা। মেসি এ বারও লিগের ২২টি ম্যাচে ১৯ গোল করেছেন, করিয়েছেন ১২টি। ক’দিন আগে চোট পাওয়ায় মায়োরকা ম্যাচে নামা নিয়ে সংশয় তৈরি হলেও সেই উদ্বেগ কাটিয়ে নামছেন। বার্সার জন্য আর একটা ভাল খবর, লুইস সুয়ারেসের দলে ফেরা। মেসি, সুয়ারেস, গ্রিজ়ম্যান— তারকা ত্রয়ীই অস্ত্র বার্সার। ও দিকে চাকরি অনিশ্চিত জেনে গিয়েছেন সেতিয়েনও। বলে রেখেছেন, ‘‘খারাপ ফল হলে এক জন কোচের ভাগ্যে কী অপেক্ষা করে তা ভাল করেই জানি। সেটা জেনেই এই পেশাতে এসেছি।’’

Advertisement

আরও পড়ুন: যেন খেলা নয়, যুদ্ধে নামার প্রস্তুতি, ফুটবল এখন এই পথেই?

আরও পড়ুন: বিদেশে নয়, সেপ্টেম্বর-অক্টোবরে দেশেই আইপিএল করতে মরিয়া বোর্ড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement