Out

সবাই শূন্য! ৪ রানে অলআউট গোটা দল

সেই ম্যাচেই ঘটল এমন এক ঘটনা যা নিয়ে আলোচনায় মেতেছেন  সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়েনাড শেষ আপডেট: ১৯ মে ২০১৯ ১৩:২২
Share:

বল ভেঙে দিচ্ছে উইকেট। ছবি শাটারস্টক।

কেরলের মালাপ্পুরম জেলার প্রিনথামান্না ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের ম্যাচে সম্প্রতি মুখোমুখি মুখোমুখি হয়েছিল কাসারাগড ও ওয়েনাডের দু’টি দল। সেই ম্যাচেই ঘটল এমন এক ঘটনা যা নিয়ে আলোচনায় মেতেছেন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

ওই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কাসারগড। কিন্তু ব্যাট করতে নেমেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে তাঁদের ইনিংস। তৃতীয় ওভারে দুই ওপেনার ফিরে যান শূন্য রানে। তার পর থেকেই ধারাবাহিকভাবে একের পর এক উইকেট পড়তে থাকে কাসারগডের। ওই দলের কোনও ব্যাটসম্যান ওই দিন রানের খাতা খুলতে পারেননি। মাত্র চার রানে অলআউট হয়ে যায় গোটা দল। আর তাদের চার রান ওঠে ওয়েনাডের বোলারদের দেওয়া অতিরিক্তর সৌজন্যে।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই ওই রান তুলে নেয় ওয়েনাড। কাসারগডের বিরুদ্ধে তাঁরা জেতে দশ উইকেটে।

Advertisement

আরও পড়ুন: ১৯৮৩: ভারতীয় ক্রিকেটের মোড় ঘোরানো বিশ্বকাপের অনবদ্য কিছু রেকর্ড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement