মাঠে নেমে গন্ডগোল ও রেফারিদের হেনস্তা করার দায়ে বড় রকমের আর্থিক জরিমানা হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন আইজল এফ সি-র।
আপাতত তাদের নিজেদের মাঠে খেলার উপর সোমবার নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। তাতে অবশ্য খুব একটা ধাক্কা খাচ্ছে না গতবারের চ্যাম্পিয়নরা। ২৩ ফেব্রুয়ারির আগে আইজলের কোনও ম্যাচ নেই ঘরের মাঠে। তারা আপাতত সব ম্যাচ খেলবে বাইরের মাঠে। ঠিক হয়েছে, পরপর এরকম গন্ডগোলের জন্য আইজল কর্তাদের ডেকে পাঠানো হবে। তাদের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নেবে শৃঙ্খলারক্ষা কমিটি। তাদের যা ইঙ্গিত তাতে জরিমানা হবেই।
ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিলের সঙ্গে অভব্য আচরণ করেছিলেন আইজল সমর্থকরা। শেষ মোহনবাগান-আইজল ম্যাচেও রেফারি হেনস্তার স্বীকার হয়েছিলেন। তাদের প্রিজন ভ্যানে করে মাঠ ছাড়তে হয়েছিল। তা নিয়ে কলকাতার দুই বড় প্রধানই চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন ফেডারেশনে। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি নিজেরা উদ্যোগ নিয়েই আইজলকে শাস্তি দিতে চলেছে। কমিটির চেয়ারম্যান উষানাথ বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘একটা ম্যাচে গন্ডগোলের জন্য ওদের আর্থিক জরিমানা করা হয়েছিল। তারপরও আইজল একই জিনিস ঘটছে। সেটা দেখেই আমরা নিজেরাই ওখানে ম্যাচ বন্ধ করেছি। এটা মানা যায় না। কমিটির সব সদস্যদের সঙ্গে কথা বলার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সভায় ওদের বক্তব্য শোনা হবে।’’ জানা গিয়েছে ২৩ ফেব্রুয়ারির আগেই জরিমানা করা হবে আইজলকে।