গত আই লিগের সময়ই কখনও তাঁর দেহরক্ষী মাঠের ভিতর আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে বিতর্ক তৈরি করেছিল। কখনও আবার রিজার্ভ বেঞ্চে বসে রেফারিকে প্রকাশ্যে হুমকি দিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। এ বার রেফারির উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার জেরে শাস্তি এড়াতে পারলেন না আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ। গত ১২ মে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ যুব লিগের ম্যাচে মিনার্ভা বনাম আইজল এফসি ম্যাচে রেফারির উদ্দেশে এই আচরণ করেন রঞ্জিত বাজাজ। তার পরেই সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি এক বছরের জন্য নির্বাসিত করল মিনার্ভা মালিককে। সঙ্গে জরিমানা হয়েছে ১০ লক্ষ টাকা।