ছবি সংগৃহীত।
আই লিগের ক্লাব জোটের আবেদনে নড়েচড়ে বসল ফিফা। বৃহস্পতিবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল বিশ্বের ফুটবল নিয়ামক সংস্থা।
আইএসএলকে দেশের এক নম্বর লিগ ঘোষণার পরেই ফিফার দ্বারস্থ হয় ক্লাব জোট। তার জেরেই এ দিন ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দেয় বিশ্বের ফুটবল নিয়ামক সংস্থা। ২০১৮ সালে ফিফা ও এএফসি-র প্রতিনিধিরা এআইএফএফ-কে যে রিপোর্ট দিয়েছিল, তা কতটা কার্যকর হয়েছে জানতে চেয়েছে ফিফা। এখানেই শেষ নয়। সর্বোচ্চ লিগ নিয়ে যে ডামাডোল চলছে, তা সমাধানের জন্য ফেডারেশন কী উদ্যোগ নিয়েছে তাও জানতে চেয়েছে। প্রয়োজনে সাহায্য করার প্রস্তাবও দিয়েছে তারা। ফিফার চিঠি পাওয়ার পরে এআইএফএফ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল আই লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেছিলেন। তাদের কাছে দু’-তিন বছরের সময় চেয়েছিলেন। আইএসএলেও ভবিষ্যতে অবনমন চালু করার কথা জানিয়েছিলেন। ফিফা, এএফসি ও অন্যান্য অংশীদারদের কাছে দায়বদ্ধ এআইএফএফ। দ্রুতই সমস্যার সমাধান করা হবে। এ দিকে, এএফসির বিভিন্ন কমিটিতে নেওয়া হল এআইএফএ শীর্ষ কর্তাদের। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ২০২৩ সাল পর্যন্ত একাধিক স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন।