ফের কলঙ্কিত বাংলার ফুটবল! এ বার ফুটবলারের বয়স ভাঁড়ানোর জন্য অনূর্ধ্ব-১৮ আই লিগ থেকে মোহনবাগানকে নির্বাসিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানাও দিতে হবে শতাব্দীপ্রাচীন ক্লাবকে।
বিতর্কের সূত্রপাত গত ২২ নভম্বের মোহনবাগান বনাম স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া পূর্বাঞ্চল (সাই) ম্যাচকে কেন্দ্র করে। সবুজ-মেরুনের শুভঙ্কর অধিকারীর বিরুদ্ধে বয়স ভাঁড়নোর অভিযোগ তুলে মাঠেই ম্যাচ কমিশনার বিকাশ ভট্টাচার্যের কাছে প্রতিবাদপত্র জমা দেয় সাই। চিঠিতে তারা উল্লেখ করে, শুভঙ্কর সাইয়েরই প্রাক্তন ফুটবলার। তার জন্ম ১৯৯৪ সালের ৩ সেপ্টেম্বর। ২০১০ সালে ট্রায়ালের মাধ্যমে যোগ দিয়েছিল সাইয়ে। সেক্ষেত্রে শুভঙ্করের বয়স এই মুহূর্তে ২২ বছর। কিন্তু অনূর্ধ্ব-১৮ আই লিগের নিয়ম অনুযায়ী ১৯৯৮ সালের ১ জানুয়ারির আগে জন্মেছে এ রকম কাউকে খেলানো যাবে না। অভিযোগের সঙ্গেই পাণ্ডুয়া ব্লকের দেওয়া শুভঙ্করের বয়সের প্রমাণপত্র এবং বইচিগ্রাম বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের শংসাপত্রও জমা দেয় সাই।
সোমবার আই লিগের সিইও সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘মোহনবাগানের এক লক্ষ টাকা জরিমানা ছাড়াও এ বছর অনূর্ধ্ব-১৮ আই লিগ থেকে নির্বাসিত করা হয়েছে। শুভঙ্করকে মে মাস পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানাও দিতে হবে ওকে।’’