India

আগ্রাসী কোহালির লক্ষ্য এখন শান্ত থাকা

ভারত অধিনায়ক বিরাট কোহালি জানিয়েছেন, শেষ দু’ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন তিনি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২১
Share:

বিরাট কোহালি।—ছবি পিটিআই।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’ম্যাচে প্রায় হারের দোরগোড়া থেকে ফিরে জিতেছে ভারত। দু’টি ম্যাচই গড়িয়েছে সুপার ওভার পর্যন্ত। তৃতীয় টি-টোয়েন্টিতে চার বলে দু’রান করতে ব্যর্থ নিউজ়িল্যান্ড। শুক্রবার ওয়েলিংটনে এক ওভারে সাত রান তুলতে ব্যর্থ রস টেলররা। শেষ ওভারে চার উইকেট হারিয়ে ছয় রান যোগ করে তারা। সুপার ওভারে ফের ভারতের বিরুদ্ধে হেরে ০-৪ ফলে পিছিয়ে নিউজ়িল্যান্ড।

Advertisement

ভারত অধিনায়ক বিরাট কোহালি জানিয়েছেন, শেষ দু’ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কোহালি বলেন, ‘‘শেষ দু’ম্যাচ থেকে শিখেছি, প্রতিপক্ষ ভাল খেললে মেজাজ হারানো চলবে না। শেষ পর্যন্ত সুযোগের অপেক্ষা করে যেতে হবে। সুযোগ পেলে সেখান থেকে আর ফিরে আসা চলবে না।’’ যোগ করেন, ‘‘এর চেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ সমর্থকেরাও হয়তো আশা করেন না। আমরা আগে কখনও সুপার ওভার খেলিনি। অথচ শেষ দু’টি ম্যাচেই এই পরীক্ষা দিতে হয়েছে। দু’টিই জিতেছি। তা প্রমাণ করে, দলের কতটা চারিত্রিক উন্নতি ঘটেছে।’’

সুপার ওভারে কে এল রাহুলের সঙ্গে কে ওপেন করবেন তা নিয়ে ছিল সংশয়। শুরুতে কোহালি ভেবেছিলেন রাহুলের সঙ্গে সঞ্জু স্যামসনকে দায়িত্ব দেবেন। অধিনায়কের কথায়, ‘‘রাহুলের সঙ্গে সঞ্জুকে নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু রাহুলই আমাকে নামার পরামর্শ দিল। কারণ, এই পরিস্থিতিতে অভিজ্ঞতাই আসল।’’ আরও বলেন, ‘‘রাহুল যে দু’টি বড় শট নিয়েছে, সেটাই আমাদের জয়ের রাস্তা তৈরি করেছে।’’

Advertisement

আরও পড়ুন: মণীশের লড়াই, শার্দূলের শেষ ওভারেই ৪-০

এ দিকে ৫-০ সিরিজ জেতার স্বপ্ন দেখতে শুরু করেছেন মণীশ পাণ্ডে। শনিবার ৩৬ বলে অপরাজিত ৫০ রান করে বিপক্ষের সামনে ১৬৬ রানের লক্ষ্য দিতে সাহায্য করেছেন তিনি। মণীশ বলেন, ‘‘রবিবার সিরিজের শেষ ম্যাচ। জেতার লক্ষ্য নিয়ে নামব। ৫-০ জেতার সুযোগ তৈরি হয়েছে। নিউজ়িল্যান্ডের মাটিতে কোনও দলই বিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারেনি। আমরা নজির গড়তে চাই।’’

আরও পড়ুন: মেসির জাদুতে রোশনাই ফিরল বার্সেলোনার ঘরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement