আইএস-এর পক্ষ থেকে প্রকাশিত এই পোস্টারই এখন ভাইরাল। ছবি: সংগৃহীত।
রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে আগেই হুমকি দিয়ে রেখেছে ইসলামিক স্টেট(আইএস)। কয়েক দিন আগেই জেল বন্দি লিওনেল মেসির রক্ত কান্নার ছবি পোস্ট করেছিল আইএস পন্থী প্রচারমাধ্যম ওয়েফা ফাউন্ডেশন। সেই হুমকি পোস্টারের পর চার দিনের মাথায় ফের একটি ছবি পোস্ট করল আইএস। মেসির সঙ্গে এ বার ছবিতে ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ নেমার।
আরও পড়ুন: ভিলেন থেকে স্টার, পাঁচ মাসে বদলে গেল ব্রিউস্টারের জীবন
আরও পড়ুন: হেরেও চ্যাম্পিয়ন ভারত, দর্শকে বিশ্বরেকর্ড
আইএসের পক্ষ থেকে প্রকাশিত নতুন পোস্টারে দেখা যাচ্ছে আইএস জঙ্গির হাতে নিহত মেসি পড়ে রয়েছেন বধ্যভূমিতে। অন্য দিকে, হাঁটু মুড়ে বসে আছেন নেমার। নেমারের চোখে জল। প্রাণভিক্ষার আর্তনাদ করছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।
ছবিটি প্রকাশ হওয়া মাত্রই ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। তবে গত বারের মতো এ বারেও আইসিসের এই পোস্টারকে একেবারেই গুরুত্ব দেয়নি পরবর্তী বিশ্বকাপের সংগঠক দেশ রাশিয়া।