গৌতম গম্ভীর ও হরভজন সিংহ ফাইল চিত্র
টোকিয়ো অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনা জয় ভারতের ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের থেকেও বড়। গৌতম গম্ভীর নন, এ বার অলিম্পিক্সের সঙ্গে ক্রিকেট বিশ্বকাপকে তুলনা করলেন হরভজন সিংহ। কিছুটা মজা করেই তাঁকে এমন করতে বারণ করলেন গম্ভীর।
অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের। নীরজের সেই কীর্তিকে ব্যাখ্যা করতে গিয়ে এক সাক্ষাৎকারে হরভজন বলেন, “এই সোনা জয় ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের থেকেও বড়। বিশ্বকাপ জয়ের আনন্দের থেকে ৫০ গুণ বেশি আনন্দের এটা।” ২০১১ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য হরভজন।
কিছু দিন আগে হকিতে ছেলেদের ব্রোঞ্জ জয়কে ভারতের সব ক্রিকেট বিশ্বকাপ জয়ের থেকে বড় বলেছিলেন গম্ভীর। সেই সময় তাঁকে ট্রোল করা হয়। এ বার হরভজন একই কথা বলায় গম্ভীর টুইট করে লেখেন, ‘ঠিকই বলেছ হরভজন। তবে এটা বলা উচিত নয়।’
এ বারের অলিম্পিক্সে সাতটি পদক পেয়েছে ভারত। দেশের প্রতিযোগীদের লড়াই মুগ্ধ করেছে গোটা দেশকে। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ পেয়েছে ভারত।