বিরাট কোহালি। নামটাই যথেষ্ট। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে কোহালির বিরাট সেঞ্চুরি দেশকে জয়ের সামনে নিয়ে এসেছে। শুধু শতরান নয়, বেশ কিছু নজিরও গড়েছেন তিনি। দেখুন কী কী নজির গড়লেন কোহালি।
বিদেশের মাঠে টেস্ট সেঞ্চুরি সংখ্যার নিরিখে ভারতীয়দের মধ্যে চতুর্থ স্থানে উঠে এলেন বিরাট। তাঁর আগে কেবল মাত্র সচিন তেন্ডুলকর (২৯), রাহুল দ্রাবিড় (২১) এবং সুনীল গাওস্কর (১৮)— তিন জন রয়েছেন। বিদেশের মাঠে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ১৩টি।
এটি ছিল বিরাট কোহালির ২৩তম শতরান। মোট শতরানের দিক থেকেও চতুর্থ ভারতীয় বিরাট। সচিন, রাহুল, গাওস্করের পরেই উঠে এলেন তিনি। বীরেন্দ্র সহবাগের সঙ্গে সমসংখ্যক শতরানের মালিক তিনি।
গাওস্করের ১১৭ ইনিংসে ছয় হাজার রানই এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে দ্রুততম। এর পরে রয়েছেন সচিন। তিনি ১২০ ইনিংসে এই রান করেন। বিরাট ১১৮ ইনিংসে করেছেন ৫৯৯৪ রান। অর্থাৎ, পরের ইনিংসে মাত্র ৬ রান করতে পারলে তিনি ভেঙে দেবেন সচিনের রেকর্ডও।
টেস্টে পঞ্চাশ বা তার বেশি রানকে শতরানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ডন ব্যাডম্যানের পরই রয়েছেন তিনি। এখনও পর্যন্ত ৪১টি পঞ্চাশ বা তার বেশি রানের মধ্যে ২৩ বার শতরানে পৌঁছে গিয়েছেন বিরাট। যার শতকরা হার ৫৬.০৯।
অর্ধশত রানকে শতরানে পরিণত করার ক্ষেত্রে স্যর ডনের শতকরা হার ৬৯.০৫। তিনি ৪২টি পঞ্চাশ বা তার বেশি রানকে ২৯ বার শতরানে পরিণত করেছিলেন।