মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে পাকিস্তানকে। বেজে গিয়েছে শহিদ আফ্রিদির বিদায় ঘণ্টা। তার মধ্যেই নতুন বিতর্কে পাক অধিনায়ক। মঙ্গলবার মোহালির গ্যালারি থেকে পাকিস্তানের দিকে যে সমর্থন দেখা গিয়েছে তা দেখে এতটাই আপ্লুত হয়েছেন আফ্রিদি যে বলেই বসেছেন এমন কথা যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তিনি বলেন, ‘‘আমাদের সমর্থন করতে কাশ্মীর থেকে অনেক মানুষ এসেছিল।’’ যা শুনে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘‘এরকম মন্তব্য করাটা রাজনৈতিক দিক থেকে ঠিক নয়। এক জন প্লেয়ারকে এই সব থেকে দুরে থাকতে হয়। এই সব কারণের জন্যই তাঁকে ঘিরে পাকিস্তানে সমালোচনা হয়।’’
প্রসঙ্গত, কলকাতায় এসেই আফ্রিদি মন্তব্য করেছিলেন, ‘‘পাকিস্তানের থেকে ভারতে আমরা অনেক বেশি ভালবাসা পাই।’’ যে মন্তব্য নিয়ে অনেক জলঘোলা হয়েছে পাকিস্তানে। আবার তাঁর নতুন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা।
মঙ্গলবার মোহালিতে দেখা গিয়েছিল যখন আফ্রিদি টস করতে নামছেন তখন গ্যালারিতে তাঁর জন্য উচ্ছ্বাস। তখনই রামিজ রাজা আফ্রিদিকে এই সমর্থন নিয়ে জিগ্যেস করেন। তখন পাক অধিনায়ক বলেন, ‘‘হ্যাঁ অনেক সমর্থন। অনেক মানুষ এখানে এসেছে কাশ্মীর থেকে। আমি কলকাতার মানুষদেরও ধন্যবাদ জানাই যারা আমাদের সমর্থন করেছিল।’’ যদিও ম্যাচ শেষে আফ্রিদি ইঙ্গিত দিয়ে বলে গেলেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটাই হয়তো আমার শেষ ম্যাচ।’’ সঙ্গে ছিল একরাশ হতাশা।
আরও খবর
পাকিস্তান ক্রিকেটে এটাই হয়তো শেষ সিরিজ আফ্রিদির