১৫ রানে চার উইকেট নিয়ে কেরিয়ারে সেরা বোলিং করলেন মুজিব উর রহমান।—ছবি এএফপি।
বাংলাদেশ সফরে আফগানিস্তানের দাপট অব্যাহত। রবিবার ঢাকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে দিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে আফগানিস্তান তোলে ছয় উইকেটে ১৬৪ রান। এর পরে ১৯.৫ ওভারে বাংলাদেশ থেমে যায় ১৩৯ রানে। এর আগে টেস্টেও বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান। তাদের এই জয়ে নায়ক দু’জন। মহম্মদ নবি এবং মুজিব উর রহমান। নবি ৫৪ বলে অপরাজিত ৮৪ রান করে যান। মুজিব নেন ১৫ রানে চার উইকেট। আফগান স্পিনারের এটাই নিজের আন্তর্জাতিক কেরিয়ারে সেরা বোলিং। প্রথম স্পেলেই তিন উইকেট তুলে নেন মুজিব। যার জেরে শুরুতেই বাংলাদেশ ৩২ রানে চার উইকেট হারিয়ে ফেলে।
ম্যাচের পরে সেরা ক্রিকেটার নবি বলেন, ‘‘এটা একটা দলগত প্রচেষ্টার ফল। পাওয়ার প্লে-তে বাংলাদেশ দারুণ বল করেছিল। আমাদের উপরে তখন চাপ তৈরি হয়ে যায়। আমি আর আসগর তখন পরিকল্পনা করে ব্যাট করি।’’ আসগর ৩৭ বলে ৪০ রান করেন। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান বলেন, ‘‘আমরা প্রথম ১০ ওভারে ভাল খেলেছি। কিন্তু শেষ ১০ ওভারে ওরা দারুণ খেলে দেয়।’’