ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক আফগানিস্তানের

টি২০ বিশ্বকাপের এটাই হয়তো প্রথম ও শেষ চমক। এই ম্যাচটাই হয়তো মনে থেকে যাবে আফগানদের। কী এফোর্টটাই না দিলেন উসমান, নবি, সফিকুল্লারা। অপরাজিত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলেন ৬ রানে। বাংলাদেশে যেটা পারেনি সেটাই করে গেল আফগানিস্তান।

Advertisement
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ২০:৫১
Share:

টি২০ বিশ্বকাপের এটাই হয়তো প্রথম ও শেষ চমক। এই ম্যাচটাই হয়তো মনে থেকে যাবে আফগানদের। কী এফোর্টটাই না দিলেন উসমান, নবি, সফিকুল্লারা। অপরাজিত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলেন ৬ রানে। বাংলাদেশে যেটা পারেনি সেটাই করে গেল আফগানিস্তান। মূল পর্বের বাকি তিন ম্যাচের হারের মুখ দেখার পর শেষ ম্যাচে জিতেই দেশে ফিরবে দল। এটাই বা কম কী সে? তাই হয়তো ম্যাচ শেষে উৎসবে মাতল পুরো দল। সঙ্গে যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। এদিন তিনি খেলেননি। দল হেরেছে। কিন্তু তাঁদের সেমিফাইনালে যাওয়া আটাকাচ্ছে কে। আগেই তো পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে তাই এই হার খুব একটা গায়ে লাগছে না ক্যারিবিয়ানদের। তবে উৎসব আফগানিস্তানে।

Advertisement

টস জিতে ফিল্ডিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ ছিল নিয়মরক্ষার। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১২৩ রান করে আফগানিস্তান। ৪৮ রান করে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জর্দ্রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি উইকেট নেন স্যামুয়েল বদ্রী। দু’টি উইকেট রাসেলের। একটি করে উইকেট নেন বেন ও স্যামি। জবাবে ব্যাট করতে এসে আট উইকেট হারিয়ে ১১৭ রানেই থামতে হয় স্যামুয়েল, ব্রাভোদের। নির্ধারিত ওভারে লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ তাঁরা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাক্তিগত সর্বোচ্চ রান ২৮ করেন রামদিন। আফগানিস্তানের হয়ে দুটো করে উইকেট নেন মহম্মদ নবি ও রশিদ খান। একটি করে উইকেট আমির হামজা, হামিদ হাসান ও গুলবাদিন নায়েবের। ম্যাচের সেরা হয়েছেন নাজিবুল্লাহ।

আরও খবর

Advertisement

জরিমানা ইংল্যান্ডের জেসন রয় ও ডেভিড উইলির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement