অনুশীলনে বল পায়ে রয় কৃষ্ণ। ছবি - এটিকে মোহনবাগান
গত দুটি আইএসএল-এ নিজের জাত চিনিয়েছেন। এ বার আরও বড় মঞ্চ, অর্থাৎ এশিয়ার সেরা দলগুলোর বিরুদ্ধে নিজেকে মেলে ধরতে চাইছেন রয় কৃষ্ণ। লক্ষ্য এএফসি কাপ। এই প্রতিযোগিতা খেলতে শনিবার ভোরে মলদ্বীপ উড়ে যাচ্ছে সবুজ-মেরুন। সেখানে যাওয়ার আগে নিজের ইচ্ছের কথা জানিয়ে দিলেন এই স্ট্রাইকার।
গত বার আইএসএল-এ এটিকে মোহনবাগান দারুণ পারফরম্যান্স করলেও ট্রফি অধরা ছিল। ১-২ গোলে ফাইনালে হারতে হয়েছিল আন্তোনিয়ো লোপেজ হাবাসের দলকে। সেই ক্ষত ভুলে এ বার নতুন ভাবে শুরু করতে চাইছেন তিনি।
জোড়া ফলা। এএফসি কাপে হাবাসের ভরসা রয় কৃষ্ণ ও ব্র্যাড উইলিয়ামস। ছবি - এটিকে মোহনবাগান
এটিকে মোহনবাগানের এই স্ট্রাইকার বলেন, “প্রথম বার এএফসি কাপ খেলতে নামব। এশিয়ার মানচিত্রে নিজেকে তুলে ধরতে চাই। এই সুযোগ হারাতে চাই না। বিপক্ষ সম্পর্কে কোনও ধারণা না থাকলেও আমরা জেতার জন্যই খেলব। আমাদের লক্ষ্য পরবর্তী পর্বে দলকে নিয়ে যাওয়া।”
গত দুই সপ্তাহ দলকে নিয়ে ‘ক্লোজড ডোর’ অনুশীলন করেছেন স্প্যানিশ কোচ। একমাত্র ব্র্যাড উইলিয়ামস ভিসা সমস্যায় দেরিতে আসায় অনুশীলনেও অনেকটা দেরি করে যোগ দিয়েছিলেন। তবু অস্ট্রেলিয়ার স্ট্রাইকারের ফিটনেস নিয়ে মোটেও চিন্তিত নন হাবাস। বরং বলছেন, “ডেভিডের ফিটনেস বেশ ভাল জায়গায় আছে। ওকে দেখে তো ভালই লাগল। তবে শুধু ফিটনেস ভাল থাকলেই চলবে না। মাঠেও খেলতে হবে। কারণ এটা আন্তর্জাতিক প্রতিযোগিতা।”