সুনীলদের বিরুদ্ধে নামার আগে আলোচনায় ব্যস্ত রয় কৃষ্ণ ও ব্র্যাড উইলিয়ামস। ফাইল চিত্র
গত মরশুমের আইএসএল-এ বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ভাল পারফরম্যান্স থাকলেও সেটা নিয়ে ভাবতে নারাজ আন্তোনিয়ো লোপেজ হাবাস। বরং সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধে এএফসি কাপ অভিযান শুরু করার আগে বিপক্ষকে সমীহ করছেন এটিকে মোহনবাগানের হেড কোচ। সেটা জানিয়েও দিলেন স্প্যানিশ কোচ।
বুধবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নামার আগে হাবাস বলেন, “একাধিক পরিচিত ভারতীয় ফুটবলারের সঙ্গে এ বার বেঙ্গালুরু বেশ কয়েক জন বিদেশি ফুটবলার সই করিয়েছে। বদলেছে কোচিং স্টাফ। ফলে বিপক্ষের শক্তির তারতম্য ঘটেছে। তাই অতীত পরিসংখ্যান নিয়ে ভেবে লাভ নেই। বরং এ বারও আরও অনেক বেশি লড়াই করতে হবে।”
একই সঙ্গে হাবাস যোগ করেন, “কে কবে জিতেছে, সেটা এখন ভেবে লাভ নেই। একে তো আন্তর্জাতিক মঞ্চ, এর মধ্যে আবার নতুন মাঠ ও নতুন পরিবেশ। তাই বিপক্ষকে নিয়ে ভাবতেই হবে।”
শনিবার মলদ্বীপে পৌঁছে যায় সবুজ-মেরুন। রবিবার থেকে অনুশীলনে নেমে পড়েছেন রয় কৃষ্ণ, ব্র্যাড উইলিয়ামসরা। সেখানে কৃত্রিম ঘাসের মাঠে চলছে অনুশীলন।