আদিত্যর নতুন মামলা

এত দিন সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিশনের বিরুদ্ধে যুদ্ধ চলছিল। এ বার ভারতীয় বোর্ডের দ্বিতীয় প্রতিদ্বন্দ্বীও হাজির। তিনি— বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মা। সব কিছু ঠিকঠাক চললে, আগামী সোমবার সুপ্রিম কোর্টে বোর্ডের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আনতে চলেছেন আদিত্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৫
Share:

এত দিন সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিশনের বিরুদ্ধে যুদ্ধ চলছিল। এ বার ভারতীয় বোর্ডের দ্বিতীয় প্রতিদ্বন্দ্বীও হাজির। তিনি— বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মা। সব কিছু ঠিকঠাক চললে, আগামী সোমবার সুপ্রিম কোর্টে বোর্ডের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আনতে চলেছেন আদিত্য। তাঁর বক্তব্য, গত শুক্রবার যে ঘরোয়া ক্রিকেটের সূচি বার করেছে বোর্ড তাতে আদালত নির্দেশিত যে ক’টা নতুন রাজ্য সংস্থাকে রাখতে বলা হয়েছিল, তা হয়নি। বরং পুরনো টিমগুলোকে নিয়েই রঞ্জি ট্রফি করা হচ্ছে। আদিত্যকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘‘স্তম্ভিত হয়ে যাচ্ছি বোর্ডের সাহস দেখে। আদালতের কোনও সুপারিশ তো এখনও পর্যন্ত মানা হয়ইনি, উল্টে নিজেদের মতো রঞ্জি সূচি ঘোষণা করা হল। আদালত অবমাননার মামলা আনছি আমি।’’ বিহার ক্রিকেট সংস্থার সচিব শনিবার লোঢা কমিশনকে একটা ই মেলও করেছেন এটা নিয়ে। যেখানে বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement