Abhijit Mondal

অনাথ শিশুদের হাতে পুজোর বস্ত্র তুলে দিলেন অভিজিৎ

আর পাঁচটা ফুটবল ম্যাচের থেকে এই ম্যাচ ছিল আলাদা। অ্যাকডেমির শিক্ষার্থীদের প্রতিপক্ষ ছিল অনাথ ও দুঃস্থ শিশু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৪
Share:

প্রাক্তন ফুটবলার অভিজিৎ মণ্ডলের দারুণ উদ্যোগ।

মহালয়ার দিন অনাথ শিশুদের বস্ত্র বিতরণ করল প্রাক্তন ফুটবলার অভিজিৎ মন্ডল-এর ফুটবল অ্যাকাডেমি (হিরোজ অফ টুমরো সকার অ্যাকাডেমি)। সে দিন একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয় বিবেকনগর ইয়ুথ অ্যাসোসিয়েশনের মাঠে।

Advertisement

আর পাঁচটা ফুটবল ম্যাচের থেকে এই ম্যাচ ছিল আলাদা। অ্যাকডেমির শিক্ষার্থীদের প্রতিপক্ষ ছিল অনাথ ও দুঃস্থ শিশুরা। সেই অনাথ শিশুদের হাতে পুজোর জন্য বস্ত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিকে তথা ভারতের ডিফেন্ডার অর্ণব মণ্ডল।

এ ছাড়াও ছিলেন ১১ নম্বর ব্যুরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। অনাথ-দুঃস্থ শিশুদের দেখলে মন কেঁদে ওঠে অভিজিতের। পুজোর আগে বহু ফুটবল যুদ্ধের সৈনিক অভিজিতের মানবিক মুখ দেখল ফুটবল মহল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement