চর্চায়: বিগ ব্যাশে আক্রমণাত্মক মেজাজে ডিভিলিয়ার্স। গেটি ইমেজেস
এই বছরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে এ বি ডিভিলিয়ার্সের খেলার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হচ্ছে। এত দিন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার এবং অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি এই নিয়ে কথা বলেছিলেন। এ বার মুখ খুললেন স্বয়ং ডিভিলিয়ার্স। তিনি জানিয়ে দিলেন, সুযোগ পেলে বিশ্বকাপে খেলতে তৈরি তিনি।
মঙ্গলবার বিগ ব্যাশ ক্রিকেট লিগে অভিষেক ছিল ডিভিলিয়ার্সের। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ব্রিসবেন হিটের হয়ে ৪০ রান করেন তিনি। দলের জয়েও উল্লেখযোগ্য ভূমিকা নেন। এর পরে ৩৫ বছর বয়সি দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান বলেছেন, ‘‘খেলতে পারলে আমি খুবই খুশি হব। কিন্তু ব্যাপারটা ঘটতে গেলে এখনও অনেক কিছু ঠিকমতো হতে হবে। আমি বাউচ (বাউচার), গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা বোর্ডের ক্রিকেট ডিরেক্টর) এবং ফ্যাফের সঙ্গে কথা বলেছি। সবাই একই জিনিস চাইছে।’’
ইংল্যান্ডের মাটিতে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের সময়ই খবর ছড়িয়ে পড়ে, ডিভিলিয়ার্স ফিরতে চেয়েছিলেন কিন্তু তাঁকে ফিরিয়ে নেওয়া হয়নি। এর পরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কাঠামোয় বদল হয়েছে। নতুন কোচ, নতুন কর্তা এসেছেন। যার পরেই ডিভিলিয়ার্সকে ফিরিয়ে আনার ব্যাপারটা জমাট বাঁধতে থাকে। ডুপ্লেসি এবং বাউচার ইতিমধ্যেই ডিভিলিয়ার্সকে ফিরিয়ে আনার কথা বলেছেন। এ বার স্বয়ং ‘এবিডি’ এই নিয়ে মুখ খুললেন।
এ দিন ম্যাচের পরে ডিভিলিয়ার্স আরও বলেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও অনেক দেরি। মাঝে অনেক কিছু ঘটতে পারে। সামনে আইপিএল আছে। আমাকে ওখানে ভাল খেলতে হবে। ফর্ম ধরে রাখতে হবে। তার পরে জাতীয় দলে সুযোগ পাওয়ার কথা ভাবব।’’ ২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ডিভিলিয়ার্স।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ডিভিলিয়ার্স যে ভাল ফর্মেই আছেন, তা বুঝিয়ে দিয়েছেন বিবিএলের প্রথম ম্যাচেই। এ ছাড়া দুর্দান্ত একটি ক্যাচও নেন তিনি। যার পরে ডিভিলিয়ার্স বলেছেন, ‘‘আমার দলে ফিরে আসার ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। আমাকে পারফর্ম করতে হবে। আমি অন্য কাউকে বা নিজেকে হতাশ করতে চাই না। তাই এখন চুপচাপ খেলে যেতে চাই।’’
মনে করা হচ্ছে, এক সময়কার তিন জন সতীর্থ এখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের মাথায় থাকার ফলে ডিভিলিয়ার্সের ফেরার রাস্তাটা সহজ হচ্ছে। ডেভিলিয়ার্সের মন্তব্য, ‘‘ওরা আমার বন্ধু। ১০ বছরের ওপর ওদের সঙ্গে খেলেছি। তাই নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব ভাল। আশা করব, বাউচার, স্মিথরা আসায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভালই হবে। আমিও এর সঙ্গে যুক্ত হতে চাই।’’