অতিরিক্ত ক্রিকেটে ক্লান্ত হয়ে পড়ছেন এবি ডে’ভিলিয়ার্স। টানা ক্রিকেট আর নয়, নিজেকে তরতাজা রাখতে মাঝেমধ্যে বিশ্রামে যেতে চান তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানে প্রথম টেস্টের মাঝেই মঙ্গলবার এমনটা জানিয়েছেন এবি।
সারা বছরে ঠাসা ক্রিকেটসূচি। আন্তর্জাতিক মঞ্চে টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি তো রয়েছেই, ঘরোয়া ক্রিকেটেও সমান দাপটে খেলে বেড়ান দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য ব্যাটসম্যান। পাশাপাশি, উইকেট কিপিংয়ের বাড়তি দায়িত্ব তো আছেই। সাম্প্রতিক কালে অবশ্য কিপিং থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তা সত্ত্বেও উঠেছে অমোঘ প্রশ্নটি। তবে কি টেস্ট থেকে অবসর নিচ্ছেন ডে’ভলিয়ার্স? এবি-র মুখ খোলার পর এমনটাই জল্পনা শুরু হয়েছে। স্বয়ং ডে’ভিলিয়ার্স অবশ্য তাঁর অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন। ডারবান টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু আগে একটি ম্যাগাজিনে তিনি বলেন, “নিজেকে তরতাজা রেখে ক্রিকেট উপভোগ করতেই এই সিদ্ধান্ত।”
আরও পড়ুন: টানা আইপিএল খেলতে চান না এবি
এবি-র এই সিদ্ধান্তের পর সায় রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডেরও। বোর্ডের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, এবিকে কয়েকটি ওয়ান ডে-তে বিশ্রাম দেওয়া হবে। এমনকী, তাঁকে কয়েকটা টেস্টেও মাঠের বাইরে বসতে হতে পারে।
এ দিন এবি বলেন, “গত দু’তিন বছর ধরেই নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মাঝমধ্যে কখনও সখনও বিশ্রাম নিয়েছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রিকেট উপভোগ করা।”