সল্টলেকের সাই কমপ্লেক্স থেকে এই সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে সল্টলেকেরই নানা পথ ঘুরে আবার সাইতে শেষ হবে। সকাল ৮টায় শোভাযাত্রা শুরু হবে। লক্ষ্য ‘ফিট ইন্ডিয়া’ বার্তা ছড়িয়ে দেওয়া।
প্রতীকি ছবি
শনিবার সল্টলেকে সাইকেল নিয়ে শোভাযাত্রা। আয়োজনে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) পূর্বাঞ্চলীয় শাখা নেতাজি সুভাষ ইস্টার্ন সেন্টার। সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সল্টলেকের সাই কমপ্লেক্স থেকে এই সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে সল্টলেকেরই নানা পথ ঘুরে আবার সাইতে শেষ হবে। সকাল ৮টায় শোভাযাত্রা শুরু হবে। লক্ষ্য ‘ফিট ইন্ডিয়া’ বার্তা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রাক্তন ফুটলার অতনু ভট্টাচার্য ও সংগ্রাম মুখোপাধ্যায়, অলিম্পিয়ান তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়, অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার ও সঞ্জয় রাই এবং টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়ের।
এ ছাড়াও থাকার কথা বিএসএফ-এর আইজি ডিকে শর্মা, উত্তর ২৪ পরগণার জেলাশাসক সুমিত গুপ্ত, দুই পুলিশ কর্তা কর্নেল নবেন্দ্র সিংহ পাল ও সুনীল কুমার যাদব, কানারা ব্যাঙ্কের সিজিএম সন্দীপ গাওয়ারে এবং চিকিৎসক সোমনাথ চট্টোপাধ্যায়ের।