মৃত সাত ম্যান ইউ সমর্থক

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আন্ডারলেখট-কে ২-১ হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেও শোকে মূহ্যমান গোটা বিশ্বের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০৩:৫৯
Share:

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আন্ডারলেখট-কে ২-১ হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেও শোকে মূহ্যমান গোটা বিশ্বের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকরা।

Advertisement

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন নাইজিরিয়ায় এই ম্যাচ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যান বেশ কয়েকজন সমর্থক। ঠিক কতজন মারা গিয়েছেন সে ব্যাপারে এখনও প্রকৃত উত্তর পাওয়া যায়নি। নাইজিরিয়ার স্থানীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন সমর্থক। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত জন সমর্থক। যাদের সকলেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থক।

কী ঘটেছিল? পুলিশ জানিয়েছে, নাইজিরিয়ার শহর কাবালাতে মোরিনহো-র দলের খেলা দেখতে স্থানীয় এক প্রেক্ষাগৃহে জড়ো হয়েছিলেন জনা পঞ্চাশেক সমর্থক। খেলা চলাকালীন স্থানীয় সময় রাত দশটা নাগাদ ওই প্রেক্ষাগৃহের ওপর দিয়ে যাওয়া একটি হাইটেনশন বিদ্যুতের তার ছিড়ে পড়লে গোটা প্রেক্ষাগৃহের সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। আহতদের উদ্ধার করে তারাই হাসপাতালে নিয়ে যান। দৈবক্রমে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, ‘‘ঘটনার ঠিক এক মিনিট আগে জলের বোতল কিনতে বাইরে গিয়েছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ তিনি রক্ষা করেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement