Pakistan

করোনা আক্রান্ত অবস্থাতেই নিউজিল্যান্ড যাত্রা ২ পাক ক্রিকেটারের, আক্রান্ত আরও ৪

৬ জনের মধ্যে ২ জন আগে থেকেই করোনা আক্রান্ত ছিল বলে জানিয়েছে আইসিসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৪:০৮
Share:

করোনা আক্রান্ত পাক ক্রিকেটাররা। ছবি: সোশ্যাল মিডিয়া

করোনা আক্রান্ত ৬ পাকিস্তানি ক্রিকেটার। আইসিসির তরফে জানানো হয়েছে মঙ্গলবার নিউজিল্যান্ড পৌঁছে করোনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার দলের ৬ ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। এই ৬ জনের মধ্যে ২ জন আগে থেকেই করোনা আক্রান্ত ছিল বলে জানিয়েছে আইসিসি।

Advertisement

নিউজিল্যান্ডে ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, পাক ক্রিকেটারদের অনেকেই প্রথম দিনেই করোনা প্রোটোকল ভেঙেছেন। যে জৈব বলয় তৈরি করা হয়েছে তার নিয়ম কিছু ক্রিকেটার মানেননি বলেও জানা গিয়েছে। এই বিষয়ে পাকিস্তান বোর্ডের সঙ্গে আলোচনাতেও বসবে বলে জানিয়েছে কিউই ক্রিকেট বোর্ড।

লাহৌর থেকে নিউজিল্যান্ডের বিমান ধরার আগে ৪ বার টেস্ট করা হলেও সকলের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ফখর জামানের জ্বর থাকায় তাঁকে ছাড়াই রওনা দেয় পাকিস্তান দল। নিউজিল্যান্ডে অনুশীলন করার অনুমতি পেয়েছিল পাকিস্তান দল, তবে এই মুহূর্তে তা বন্ধ রাখা হয়েছে সকলের জন্যই। ১৮ ডিসেম্বর থেকে টি২০ ম্যাচ দিয়ে সফর শুরু হওয়ার কথা দুই দলের মধ্যে।

Advertisement

আরও পড়ুন: রোহিতহীন এক দিনের ম্যাচে শিখরের সঙ্গী কে? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement