ব্রোঞ্জ জেতেন গৌরব সোলাঙ্কি। ছবি: এএফপি
ভারতীয় মুষ্টিযোদ্ধা দলের ৮ সদস্য করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে রয়েছেন ৩ মুষ্টিযোদ্ধাও। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী গৌরব সোলাঙ্কি (৫৭ কিলোগ্রাম), প্রয়াগ চৌহান (৭৫ কিলোগ্রাম) এবং ব্রিজেশ যাদব (৮১ কিলোগ্রাম) করোনা আক্রান্ত। ইস্তানবুলে সকলকেই নিভৃতবাসে রাখা হয়েছে।
বসফোরাস মুষ্টিযোদ্ধা প্রতিযোগিতায় যোগ দিতে গিয়েছিল ভারতীয় দল। ২১ মার্চ শেষ হয় সেই প্রতিযোগিতা। ছেলেদের মধ্যে গৌরব ছিলেন এক মাত্র ভারতীয়, যিনি পদক জিতেছেন। ব্রোঞ্জ জেতেন তিনি। এক সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষক ধর্মেন্দ্র যাদব, সন্তোষ বীরমোল, ফিজিওথেরাপিস্ট শিখা কেদিয়া, ড: উমেশ ভিডিয়ো অ্যানালিস্ট নীতিন কুমারও নিভৃতবাসে রয়েছেন।
বসফোরাসের এই প্রতিযোগিতায় দুটো পদক পেয়েছে ভারত। ছেলেদের মধ্যে গৌরব এবং মেয়েদের মধ্যে নিখাত জারিন (৫১ কিলোগ্রাম) ব্রোঞ্জ জিতেছেন। যাঁরা নিভৃতবাসে রয়েছেন, আরও এক সপ্তাহ তাঁদের ওই দেশেই থাকতে হবে। তার পর ফের করোনা পরীক্ষা করা হবে তাঁদের। করোনামুক্ত হলে তবেই দেশে ফিরতে পারবেন তাঁরা।