সাবধানি: করোনাভাইরাসের জেরে এক বছর পিছিয়েছে অলিম্পিক্স। সোমবার টোকিয়ো অলিম্পিক্স মিউজিয়ামের সামনে মুখাবরণ পরে দুই পথচারী। রয়টার্স
করোনাভাইরাসের আক্রমণে পিছিয়ে যাওয়া টোকিয়ো অলিম্পিক্সের নতুন সূচি ঘোষিত হল।
কয়েক মাস আগেও কেউ ভাবতে পারেননি, এই বছরের ২৪ জুলাইয়ে দেখা যাবে না অলিম্পিক্সের উদ্বোধন। কিন্তু মারণ ভাইরাসের থাবায় সেই অবিশ্বাস্য ঘটনাই সত্যি করে তুলেছে। গত সপ্তাহেই অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সোমবার জানিয়ে দেওয়া হল টোকিয়ো অলিম্পিক্সের নতুন তারিখ। নির্দিষ্ট তারিখ থেকে এক বছর পরে শুরু হবে টোকিয়ো অলিম্পিক্স। ২০২১ সালের টোকিয়ো অলিম্পিক্স শুরু হবে ২৩ জুলাই এবং শেষ হবে ৮ অগস্ট। সব কিছু ঠিকঠাক চললে যে অলিম্পিক্স শেষ হত এই বছরের ৯ অগস্ট। ২০২১ সালে হলেও অলিম্পিক্সের নাম থাকবে ‘টোকিয়ো ২০২০ অলিম্পিক্স’। এ দিন বিশেষ বোর্ড মিটিংয়ের পরে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এই বছরের ২৫ অগস্ট থেকে যে প্যারালিম্পিক্স হওয়ার কথা ছিল, তা হবে ২৪ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে।
আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ এ দিন বলেছেন, ‘‘টোকিয়ো ২০২০ সংগঠক কমিটি, জাপান সরকার এবং অলিম্পিক্সের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা এই অভূতপূর্ব চ্যালেঞ্জ সামলাতে পারব বলেই আমার বিশ্বাস। মানবজাতি এই মুহূর্তে নিজেদের একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দেখতে পাচ্ছে। সেই সুড়ঙ্গের শেষে এই অলিম্পিক্স একটা আলোর নিশান হয়ে দেখা দিতে পারে।’’
করোনাভাইরাস সংক্রমণের জেরে বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়েছিল এই বছরের অলিম্পিক্স। যা অলিম্পিক্সের ইতিহাসে এর আগে কখনও ঘটেনি। নতুন তারিখ বাছার আগে আইওসি কর্তাদের আলোচনায় উঠে এসেছিল আগামী বছরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার কথা। কারণ, অলিম্পিক্স পিছিয়ে যাওয়া মানে তার প্রভাব পড়বে সে সব প্রতিযোগিতার উপরেও। একটা সময় ভাবা হয়েছিল বসন্তে (মার্চ থেকে মে মাসের মধ্যে) অলিম্পিক্স করা যায় কি না। কিন্তু তা হলে ইউরো চ্যাম্পিয়নশিপ সমস্যায় পড়ে যেত। শেষ পর্যন্ত এই নতুন তারিখের কারণে এক বছর পিছিয়ে গেল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও। ২০২১ সালের ৬ থেকে ১৫ অগস্ট হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতার। কিন্তু অলিম্পিক্সকে সময় দিতে বিশ্ব অ্যাথলেটিক্স এ বার হবে ২০২২ সালে। বিশ্ব অ্যাথলেটিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘অলিম্পিক্সের জন্য যে নতুন তারিখ ঘোষণা হয়েছে, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের অ্যাথলিটরা এ বার যথেষ্ট সময় পাবে নিজেদের তৈরি করার।’’ তবে বিশ্ব অ্যাথলেটিক্স যদি ঠিক এক বছরের জন্য পিছিয়ে যায়, তা হলে আবার কমনওয়েলথ গেমস সমস্যায় পড়ে যাবে। বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস হওয়ার কথা ২৭ জুলাই থেকে ৭ অগস্ট। বিশ্ব অ্যাথলেটিক্সের তরফে বলা হয়েছে, ‘‘সবাইকে এখন ক্রীড়াসূচি নিয়ে নমনীয় থাকতে হবে। আমরা কমনওয়েলথ গেমস সংস্থার সঙ্গে এ ব্যাপারে আলোচনা চালাচ্ছি।’’
আইওসি সদস্যদের পাঠানো এক চিঠিতে বাখ লিখেছেন, ‘‘বৃহস্পতিবার কনফারেন্স কলের সময় এবং তার পরে আমরা আপনাদের কাছ থেকে অনেক বার্তা এবং অনুরোধ পেয়েছি। যেখানে আমাদের বলা হয়েছিল, যত তাড়াতাড়ি সম্ভব নতুন তারিখ ঠিক করে ফেলতে। সেই অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারবেন যে কেন আবার আপনাদের সঙ্গে আলোচনা না করে আমাদের এই সিদ্ধান্ত নিতে হল।’’