ক্রিকেটের 'বিরল' দৃশ্য
আট বছর আগে ২৪ সেপ্টেম্বর রচিত হয়েছিল ইতিহাস। পাকিস্তানকে হারিয়ে প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। যে বছর ভারত বিশ্বকাপ জিতেছিল, ঠিক তার আগের বছর বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল ভারত। বিশ্বকাপ বিপর্যয়ের পর ওয়ান ডে থেকে অবসর নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। সহবাগ, যুবরাজদের টপকে নতুন অধিনায়ক হন মহেন্দ্র সিংহ ধোনি। মাহির নেতৃত্বে বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা রওনা হয় ১৫ সদস্যের তরুণ ভারতীয় দল। বাদ পড়েন একাধিক সিনিয়র ক্রিকেটার। আর তার পরেরটা ইতিহাস। পাকিস্তানকে হারিয়ে বিশ্বাকপ জেতে ভারত। আট বছর আগের সেই দলে এসেছে বহু পরিবর্তন। কেউ খেলা ছেড়ে দিয়েছেন। কেউ ছিটকে গিয়েছেন দল থেকে। এক নজরে দেখে নেওয়া যাক সেই দলের ক্রিকেটাররা আজ কেমন আছেন।
আরও পড়ুন- বাদ অ্যান্ডারসন, ভারত সফরের জন্য ১৬ দলের দল ঘোষণা করল ইংল্যান্ড
আরও পড়ুন- বাজিতে হাত পুড়ে গেলে কী করবেন, কী করবেন না