ভারতীয় ক্রিকেটে এটা সত্যিই ইতিহাসের বছর। তাই হয়তো বছর শেষেও ইতিহাস লেখার কাজ থামছেই না ভারতীয় ক্রিকেটারদের। আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ে অনেকদিন ধরেই শীর্ষস্থান দখল করে বসে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে সেই জায়গা থেকে সরানো তো দুরের কথা এ বার সবাইকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন আর এক ভারতীয়। মানে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে এক ও দু’নম্বর এখন ভারতীয়দের দখলেই। অশ্বিনের পরই তালিকায় জ্বল জ্বল করছে রবীন্দ্র জাডেজার নাম।
আরও খবর: সবে তো শুরু, বলছেন কোহালি
চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ বোলিং করেছেন। দুই ইনিংস মিলে তাঁর ঝুলিতে এসেছে ১০ উইকেট। আর এই স্পেলই ভারতের এই অফ-স্পিনারকে নিয়ে এসেছে দ্বিতীয় স্থানে। এটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার হল। আগে ঠিক এমনই গর্বের মুহূর্ত উপহার দিয়েছিলেন বিষেণ সিংহ বেদী ও ভগবত চন্দ্রশেখর। সেটা ১৯৭৪ সাল। এর পর আবার ২০১৬। ৪২ বছর পর আবার এমন গর্বের মুহূর্ত পেল ভারতীয় ক্রিকেট। পাঁচ ম্যাচের সিরিজে ২৬টি উইকেট নিলেন জাডেজা। অশ্বিনের উইকেট ২৮। শুধু বোলিংয়ে নয় অল-রাউন্ডার তালিকায়ও তিন নম্বরে উঠে এলেন জাডেজা। সেখানেও শীর্ষে অশ্বিন। দু’জনেই যে ভাবে বল হাতে বাজিমাত করেছেন ঠিক সে ভাবেই দলের প্রয়োজনে ব্যাট হাতেও দলকে ভরসা দিয়েছেন।