দলীপে বাংলার দুই ক্রিকেটার

বাংলার ঈশান পোড়েল আছেন সবুজ দলে ও অভিমন্যু ঈশ্বরন খেলবেন লাল দলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ০৪:৩৬
Share:

ছবি: সংগৃহীত।

আসন্ন দলীপ ট্রফিতে শুভমন গিল, ফইজ ফজল এবং প্রিয়ঙ্ক পঞ্চাল নেতৃত্ব দেবেন যথাক্রমে ভারত নীল, ভারত সবুজ ও ভারত লাল দলের। বাংলার ঈশান পোড়েল আছেন সবুজ দলে ও অভিমন্যু ঈশ্বরন খেলবেন লাল দলে। জায়গা না পেয়ে আবার টুইট করে ক্ষোভ জানিয়েছেন মনোজ তিওয়ারি।

Advertisement

ভারত নীল: শুভমন গিল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, রজত পাতিদার, রিকি ভুই, আনমোলপ্রীত সিংহ, অঙ্কিত বাওনে, স্নেল পটেল (কিপার), শ্রেয়স গোপাল, সৌরভ কুমার, জলজ সাক্সেনা, তুষার দেশপাণ্ডে, বাসিল থাম্পি, অঙ্কিত চৌধরি, দিবেশ পাঠানিয়া, আশুতোষ আমান।

ভারত সবুজ: ফইজ ফজল (অধিনায়ক), অক্ষত রেড্ডি, ধ্রুব শোরে, সিদ্ধেশ লাড, প্রিয়ম গর্গ, আকাশদীপ নাথ, রাহুল চাহার, ধর্মেন্দ্র জাডেজা, জয়ন্ত যাদব, অঙ্কিত রাজপুত, ঈশান পোড়েল, তনভির উল হক, অক্ষয় ওয়াদকর (কিপার), রাজেশ মোহান্তি, মিলিন্দ কুমার।

Advertisement

ভারত লাল: প্রিয়ঙ্ক পঞ্চাল (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, অক্ষর পটেল, করুণ নায়ার, ঈশান কিষাণ (কিপার), হরপ্রীত সিংহ ভাটিয়া, মহীপাল লোমরোর, আদিত্য সারওয়াতে, অক্ষয় ওয়াখারে, বরুণ অ্যারন, রনিত মোরে, জয়দেব উনাদকাট, সন্দীপ ওয়ারিয়র, অঙ্কিত কালসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement