প্রতীকী ছবি।
সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৩তম আইপিএল। তবে ডিজনি প্লাস হটস্টারে বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনিদের খেলার দেখার জন্য এক বছরের টাকা একসঙ্গে দিতে হবে বলে শনিবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ডিজনি প্লাস হটস্টার।
আইপিএলের জন্য যে দু’টি আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তাতে ডিজনি প্লাস হটস্টার ভিআইপি-র জন্য দিতে হবে বছরে ৩৯৯ টাকা। ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়ামের জন্য দিতে হবে ১৪৯৯ টাকা। এক বছরের জন্য যাঁরা এই পরিষেবা নেবেন, তাঁরাই শুধু আইপিএল দেখতে পারবেন। জিয়ো ও এয়ারটেলের সঙ্গে ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছে এই সংস্থা। এই দুই সংস্থার গ্রাহকেরা সহজেই সাবসক্রিপসন নিতে পারবেন। শুধু তাই নয়। প্রিপেড গ্রাহকেরাও ১২ মাসের সাবসক্রিপসন নিতে পারবেন।
করোনা অতিমারির জেরে এ বছর আইপিএলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। ভারতে পরিস্থিতি অনুকূল না হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহিতে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৫৩ দিনের এই প্রতিযোগিতার জন্য ইতিমধ্যেই আমিরশাহিতে পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছেন আটটি দলের ক্রিকেটারেরা। দুবাই, শারজা ও আবুধাবিতে ম্যাচগুলি হবে। ফাইনাল হবে ১০ নভেম্বর।